নিজস্ব প্রতিবেদন: সেতু থেকে তিন সন্তানকে নদীর জলে ছুড়ে নিজেও ঝাঁপ দিল বাবা। ঘটনাটি ছত্তীসগঢ়ের রায়গড় জেলার। পুলিসের কথা অনুযায়ী পারিবারিক দ্বন্দ্বই এই ঘটনার জন্য দায়ী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সঙ্গে সঙ্গে জলের তলায় তল্লাশি চালানোর ব্যবস্থা করা হলেও ভারী বৃষ্টির কারণে ব্যাহত হয়ে যায় তা।  রায়গড় পুলিসের এসপি সন্তোষ সিং জানিয়েছেন, মান্দ নদীর ব্রিজ থেকেই সাত সকালে এই ঘটনা ঘটেছে। যে ব্যক্তি তিন সন্তানের সলিল সমাধি দিয়ে নিজেও মান্দের নদীতে ঝাঁপ দিয়েছে তাঁর নাম কার্তিকেশ্বর রথিয়া। সে এদু গ্রামের বাসিন্দা। তিন সন্তানকে নিয়ে সেতুর উপর এসে হঠাৎই মোটর সাইকেল বন্ধ করে দেয় সে। তারপর ৫ বছরের ছেলে খিরসাগর, ৩ বছরের নর্মদা এবং ৮ মাসের তেজপ্রকাশকে জলে ছুড়ে নিজেও লাফ দেয়।


সঙ্গে সঙ্গে ডুবুরি নিয়ে ঘটনাস্থলে পৌঁছলেও কোনও দেহ খুঁজে বের করতে পারেনি পুলিস। দক্ষিণ পূর্ব কোলফিল্ডস লিমিটেডের বিদ্যুৎ শাখার কর্মী ছিল রথিয়া। প্রাথমিক তদন্তে জানতে মিলেছে পারিবারিক কলহের জেরেই এই ঘটনা ঘটিয়েছে সে। পুলিস এই ঘটনার তদন্ত চালাচ্ছে।


আরও পড়ুন:কোটি কোটি টাকার দুর্নীতি করতে গিয়ে গ্রেফতার চিনা নাগরিক, ফাঁস হলো দলাই লামার উপর চরবৃত্তি