নিজস্ব প্রতিবেদন: মাওবাদীদের সঙ্গে চলছে গুলির লড়াই। গুলি এসে লাগল সতীর্থের পায়ে। শরীর থেকে বেরিয়ে চলেছে রক্ত। ঠিক তখনই নিজের পাগড়ি খুলে বেঁধে দিলেন শিখ জওয়ান। ছত্তীসগঢ়ে মাও হামলার (Chhattisgarh Maoist attack) ঘটনায় আরও একবার উঠে এল 'ইনক্রেডিবল ইন্ডিয়া'র খণ্ডচিত্র।
         
গত শনিবার ছত্তীসগঢ়ে (Chhattisgarh) মাওবাদী হামলায় (Maoist attack) শহিদ হন ২২ জন জওয়ান। মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন জখম হন আধাসামরিক বাহিনীর এলিট কম্যান্ডো ব্যাটলিয়ন ফর রিসোলিউট অ্যাকশন (coBRA) উইংয়ের জওয়ান অভিষেক পাণ্ডে। পায়ে গুলি লাগায় অবিরাম রক্ত বেরিয়ে যাচ্ছিল। সেই সময় নিজের পাগড়ি খুলে অভিষেকের পায়ে বেঁধে দেন ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার আরকে ভিজ। পরে তিনিও গুলিবদ্ধ হন। তাঁরা দু'জনেই রাইপুরের হাসপাতালে চিকিৎসাধীন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক সেনা আধিকারিক জানিয়েছেন,'এটা নজিরবিহীন। বুলেটের ক্ষত নিয়েও লড়াই চালিয়ে গিয়েছেন তাঁরা। দু'জনেই আপাতত সুস্থ। হাসপাতালে চিকিৎসা চলছে।' পবিত্র পাগড়িও খুলে দিলেন? আরকে ভিজের কথায়, 'দু'তরফেই চলছিল গোলাগুলি চলছিল। দুবের পায়ের দেখলাম গুলি এসে লাগল। রক্ত বেরিয়ে চলেছে। রক্তস্রোত আটকাতে পাগড়ি খুলে পায়ে বেঁধে দিলাম। পরে আমিও গুলিবিদ্ধ হই।' 


আরও পড়ুন- বুথে ভোটার ৯০জন, অথচ ভোট পড়ল ১৭১টি! সাসপেন্ড ৫ পোলিং অফিসার