নিজস্ব প্রতিবেদন:  ভারতের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিন সেনার কপ্টার। ডোকা লা সমস্যা মেটার পর ফের সংঘাতের সম্ভাবনা চিনের সঙ্গে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার উত্তরাখণ্ডের চামোলি জেলায় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের আকাশাসীমায় ঢুকে পড়ে চিনা সেনার একটি কপ্টার। সেটিকে চামোলির বারাহোতি এলাকায় উড়তে দেখা ‌যায় বলে সংবাদ মাধ্যামের খবর। এনিয়ে মোট চারবার এই কাণ্ড করল চিনা সেনা।


আরও পড়ুন-পরপর কন্যাসন্তান, সদ্যজাতকে জানলা দিয়ে ছুঁড়ে ফেলল মা


গত ১০ মার্চ চিনা সেনাবাহিনীর ৩টি কপ্টার এই বারাহোতিতেই ঢুকে পড়ে। সীমান্ত পেয়ে সেটি ভারতের ভেতরে ৪ কিলোমিটার ভেতরে চলে আসে। প্রায় মিনিট পাঁচেক কপ্টারগুলি বারহোলিতে উড়তে থাকে।


সম্প্রতি লাদাখেও ঢুকে পড়ে চিনা কপ্টার। এমাসেই গত ৮ মার্চ লাদাখে সকাল নটা নাগাদ উড়তে দেখা ‌যায় চিনা সেনার ২ কপ্টারকে। গত ২৭ ফেব্রুয়ারিও একই কাজ করে চিনা সেনা। এদিন ভারতের আকাশসীমা লঙ্ঘন করে লাদাখের টিগ হাইওয়ের কাছাকাছি চলে আসে।