জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিনে থাকা শেষ ভারতীয় সাংবাদিককে সেই দেশ থেকে চলে যেতে বলা হয়েছে। দুই দেশে থেকে একে অপরের সাংবাদিকদের বেরিয়ে যেতে বলা হয়েছে বলে জানা গিয়েছে। দুই মেগা এশীয় অর্থনৈতিক শক্তির মধ্যে ফাটলকে এই ঘটনা আরও গভীর করে তুলছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চিনা কর্তৃপক্ষ প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার প্রতিবেদককে এই মাসে দেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। তার প্রস্থান দুই দেশের সম্পর্কের অবনতি ঘটাবে। পাশাপাশি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি থেকে ভারতের মিডিয়ার উপস্থিতি সম্পূর্ণরূপে মুছে যাবে।


ভারতীয় মিডিয়া আউটলেটগুলির এই বছরের শুরুতে মোট চারজন সাংবাদিক ছিলেন চিনে। হিন্দুস্তান টাইমসের রিপোর্টার চলে যান। অন্যদিকে পাবলিক ব্রডকাস্টার প্রসার ভারতী এবং দ্য হিন্দু পত্রিকার দুই সাংবাদিকের ভিসার পুনর্নবীকরণের অনুমতি এপ্রিল মাসে প্রত্যাখ্যান করা হয়েছিল।


আরও পড়ুন: Cyclone Biparjoy: আছড়ে পড়তে চলেছে 'বিপর্যয়'! অতি প্রবল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তছনছ হতে পারে কচ্ছ...


চিনের বিদেশ মন্ত্রক এই ঘটনায় কোনও মন্তব্য করেনি। গত মাসে, চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেন যে ভারতে একজন চিনা সাংবাদিক রয়ে গিয়েছেন, যিনি এখনও তাঁর ভিসা নবীকরণের অপেক্ষায় ছিলেন। এর আগে নয়াদিল্লি সিনহুয়া নিউজ এজেন্সি এবং চায়না সেন্ট্রাল টেলিভিশনের দুই সাংবাদিকের ভিসা নবীকরনের আবেদন প্রত্যাখ্যান করেছিল।


ভারত সরকার এই মাসের শুরুতে বলেছিল যে চিনা সাংবাদিকরা কোনও অসুবিধা ছাড়াই এই দেশে কাজ করছে, তবে চিনে ভারতীয় সাংবাদিকদের ক্ষেত্রে তা হচ্ছে না। উভয় দেশই এই ইস্যুতে কথা বলছে বলেও জানানো হয়েছিল।


রিপোর্টিংয়ে সাহায্য করার জন্য ভারতীয় সাংবাদিকদের চিনে সহকারী নিয়োগ করা নিয়ে কয়েক মাস আগে ভিসা দ্বন্দ্ব শুরু হয়েছিল। বেজিং সেই দেশে কর্মসংস্থা এক সময়ে তিন ব্যক্তিতে সীমিত করার নিয়ম চালু করেছে। এবং এই সহকারিদেরকে চিনা কর্তৃপক্ষের দেওয়া একটি পুল থেকেই বেছে নিতে হবে। যদিও ভারতে নিয়োগের কোনও সীমা নেই।


২০২০ সালে হিমালয় সীমান্তে একটি মারাত্মক স্ট্যান্ডঅফের পর থেকে বেজিং এবং নয়াদিল্লির মধ্যে সম্পর্ক উত্তেজনাপূর্ণ মোর নিয়েছে। চিন তখন থেকে সেই বিরোধটিকে সামগ্রিক সম্পর্ক থেকে আলাদা রাখতে এবং বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের দিকে মনোনিবেশ করার চেষ্টা করেছে। তবে ভারত বলেছে যে সীমান্ত সমস্যার সমাধানের আগে দুই দেশের সম্পর্ক পুরনো অবস্থানে ফিরে যেতে পারে না ।


আরও পড়ুন: Model Died: Ramp ওয়াকের সময় ভেঙে পড়ল পিলার, স্বপ্ন ছোঁয়ার মঞ্চেই বেঘোরে মৃত্যু মডেলের!


ভারত এই বছর গ্রুপ অফ টুয়েন্টি এবং চিনা-প্রতিষ্ঠিত সাংহাই সহযোগিতা ডায়লগ বৈঠকের আয়োজন করছে। চিন বিশ্বব্যাপী তার কূটনৈতিক ও রাজনৈতিক উপস্থিতি গড়ে তোলার জন্য সেপ্টেম্বরে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেবে বলে আশা করা হচ্ছে।


সাংবাদিকদের ভিসা নিয়ে চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেও বহু বছর ধরে বিরোধ চলছে। ট্রাম্প প্রশাসন মুষ্টিমেয় কিছু চিনা মিডিয়া কোম্পানিকে ‘বিদেশী মিশন’ হিসাবে মনোনীত করার পরে এবং দেশে চিনা সাংবাদিকদের সংখ্যা নির্ধারণ করার পরে, বেজিং মার্কিন মিডিয়া সংস্থাগুলির সাংবাদিকদের জন্য প্রেস প্রমাণপত্র প্রত্যাহার করে এর প্রতিক্রিয়া জানায়।


২০২০ সালে, দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও খারাপ হওয়ায় চিনে অবস্থিত দুই অস্ট্রেলিয়ান সাংবাদিক দেশ ছেড়ে পালিয়েছিলেন। অস্ট্রেলিয়ান কূটনীতিকরা তাদের প্রস্থানের বিষয়ে আলোচনা না করা পর্যন্ত প্রাথমিকভাবে এই দুই ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছি। তাঁরা কনস্যুলার সুরক্ষায় পাঁচ দিন অতিবাহিত করেন। সেই বছর, ক্যানবেরার বিরুদ্ধে চিনা রাষ্ট্রীয়-মিডিয়া কর্মীদের বাড়িতে অভিযান চালানো এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার অভিযোগ করেছিল বেজিং।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)