সিকিম সীমান্তে চিনা আগ্রাসন
সীমান্তে ফের চিনা আগ্রাসন। সিকিম সীমান্তে চিনা সেনার একটি দল ভারতীয় ভুখণ্ডে বেশ কিছুটা ঢুকে দুটি বাঙ্কার গুড়িয়ে দিয়েছে। যদিও চিন অভিযোগ অস্বীকার করেছে, তাদের পাল্টা দাবি ভারতীয় সেনাই চিন সীমান্ত অতিক্রম করে।
ওয়েব ডেস্ক: সীমান্তে ফের চিনা আগ্রাসন। সিকিম সীমান্তে চিনা সেনার একটি দল ভারতীয় ভুখণ্ডে বেশ কিছুটা ঢুকে দুটি বাঙ্কার গুড়িয়ে দিয়েছে। যদিও চিন অভিযোগ অস্বীকার করেছে, তাদের পাল্টা দাবি ভারতীয় সেনাই চিন সীমান্ত অতিক্রম করে।
সীমান্ত উত্তেজনা প্রশমনে এর আগে বিশে জুন দুই দেশের বাহিনীর উচ্চপর্যায়ে বৈঠক হয়। কিন্তু উত্তেজনা কমেনি। ফের হামলা চালাল চিনা ফৌজ। দিন কয়েক আগে ভারতীয় তীর্থযাত্রীদের মানস সরোবর যাত্রায় বাদ সাধে চিন। নাথুলা পাস দিয়ে মানস সরোবর যাত্রায় অনুমোদন দেয়নি চিন।
এদিকে, মোদী-ট্রাম্প বৈঠকের পরই হোয়াইট হাউস থেকে কড়া বার্তা গেল পাকিস্তানে। মুম্বই সন্ত্রাস বা পাঠানকোটে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে নিতে হবে ব্যবস্থা। এখানেই শেষ নয়। সীমান্ত সন্ত্রাস বন্ধ করতেও পাকিস্তানকে ব্যবস্থা নেওয়ার উল্লেখ রয়েছে ভারত-মার্কিন যৌথ বিবৃতিতে। (আরও পড়ুন- ট্রাম্প দম্পতির জন্য ৫ ভারতীয় উপহার নিয়ে উপস্থিত আমন্ত্রিত মোদী)