নিজস্ব প্রতিবেদন : চিনা সেনার (Chinese Army) বিরুদ্ধে ফের ভারতীয় কিশোর অপহরণের (Kidnap) অভিযোগ। অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) থেকে এক ভারতীয় কিশোরকে (Indian Teen) অপহরণের অভিযোগ করেছেন স্থানীয় সাংসদ তাপির গাও (Tapir Gao)। অপহৃত কিশোরকে ফিরিয়ে আনতে ইতিমধ্যেই ভারতীয় সেনা কথাবার্তা শুরু করেছে চিনা সেনার সঙ্গে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মিয়াম তারোন নামে এক কিশোরকে (Indian Teen) অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলার লুংটা জোর এলাকায় থেকে পাবলিক লিবারেশন আর্মি (PLA) অপহরণ (Kidnap) করেছে বলে দাবি তাঁর। বছর ১৭ বয়স ওই কিশোরের। মঙ্গলবার দিন তাকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন সাংসদ তাপির গাও (Tapir Gao)। জানা গিয়েছে, জনি ইয়েইইং নামে মিয়াম তারোনের বন্ধু অপর এক কিশোর চিনা সেনার (Chinese Army) হাত ছাড়িয়ে পালাতে সক্ষম হয়। সে-ই এসে স্থানীয় কর্তৃপক্ষকে তারোনকে অপহরণ করার কথা জানায়। তাতেই সামনে আসে ঘটনাটি। 


স্থানীয় জিদো গ্রামের বাসিন্দা দুই কিশোর (Indian Teen)। দুই বন্ধুতে মিলে শিকার করতে গিয়েছিল। সেইসময়ই ঘটনাটি ঘটে। সাংসদ তাপির গাও (Tapir gao) জানিয়েছেন, অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) যেখানে সাংপো নদী ভারতে প্রবেশ করছে, সেখানেই অপহরণের (Kidnap) ঘটনাটি ঘটে। এই সাংপো নদী-ই অরুণাচল প্রদেশে সিয়াং ও আসামে ব্রহ্মপুত্র নামে পরিচিত। প্রসঙ্গত, ২০১৮-তে এই লুংটা জোর এলাকাতেই চিন ভারতীয় ভূভাগের মধ্যে ৩-৪ কিলোমিটার রাস্তা বানিয়েছিল। 


টুইট করে অপহৃত কিশোরের দ্রুত মুক্তি নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন সাংসদ তাপির গাও। একইসঙ্গে অপহৃত কিশোর মিয়াম তারোনের ছবিও টুইট করেছেন তিনি। তাপির গাও আরও জানিয়েছেন যে, ঘটনাটির বিষয়ে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নীতীশ প্রামাণিককেও জানিয়েছেন। একইসঙ্গে অনুরোধ করেছেন দ্রুত ব্যবস্থা নিতে। পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও ভারতীয় সেনার গোচরেও এনেছেন বিষয়টি।



সূত্রের খবর, ভারতীয় কিশোরকে মুক্তির জন্য ইতিমধ্যেই ভারতীয় সেনা (Indian Army) সচেষ্ট হয়েছে। শুরু হয়েছে কূটনৈতিক প্রক্রিয়া। PLA-এর সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে। পাশাপাশি, তারোনের অবস্থান এখন কোথায়, তা জানার চেষ্টা চলছে। প্রোটোকল অনুযায়ী, PLA অপহৃত কিশোরকে ফিরিয়ে দেবে বলে আশাবাদী ভারতীয় সেনা। ইতিমধ্যেই এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধে টুইট করেছেন রাহুল গান্ধী। উল্লেখ্য, ২০২০-র সেপ্টেম্বরে চিনা সেনা ৫ ভারতীয় কিশোরকে অপহরণ করেছিল। অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলা থেকেই তাদের অপহরণ করেছিল PLA। এক সপ্তাহ পর তাদের মুক্তি দেয় চিনা সেনা। 


আরও পড়ুন, বেঙ্গালুরুর আকাশে মুখোমুখি সংঘর্ষ পরিস্থিতি ২ বিমানের! ৪২৬ যাত্রীকে বাঁচিয়ে 'নায়ক' ইনি


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)