নিজস্ব প্রতিবেদন: গালওয়ানে চিনের আগ্রাসন নিয়ে প্রধানমন্ত্রীর বার্তা মুছে দিল চিনের দুটি সামাজিক যোগাযোগ মাধ্যম। এর পাশাপাশি মুছে দেওয়া হয়েছে বিদেশমন্ত্রকের বক্তব্য। টুইটারের মতো চিনের সোশ্যাল মিডিয়ায় Sina Weibo-তে বিদেশমন্ত্রকের বক্তব্য মান্দারিন ভাষায় পোস্ট করেছিল ভারতীয় দূতাবাস। চিনা সোশ্যাল মিডিয়ার দাবি, এটা জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করছে।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারত-চিন সীমান্ত সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য WeChat-এ দিয়েছিল ভারতীয় দূতাবাস। এর পাশাপাশি দুদেশের বিদেশমন্ত্রীর বৈঠকের পর বিদেশমন্ত্রকের বিবৃতিও দেওয়া হয়েছিল। সেটি মুছে দেয় তারা। উইচ্যাট জানায়, বার্তাটি বিধিভঙ্গ করেছে। একইরকমভাবে উইবো (Weibo)-থেকেও মুছে দেওয়া হয় বিবৃতি। ভারতীয় দূতাবাস স্ক্রিনশট দিয়ে ব্যাখ্যা দেয়, তারা বার্তাটি মুছে দেয়নি।      


বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছিলেন,''নিজেদের ভূখণ্ডেই সীমাবদ্ধ থাকুক চিন। কোনও পদক্ষেপ যেন তারা না করে।'' গালওয়ানের ঘটনার পর কড়া বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছিলেন,''ভারত সবসময় শান্তি চায়। কিন্তু উস্কানি দিলে সমুচিত জবাব দেওয়া হবে।'' ওই বক্তব্যটি উইচ্যাটে পোস্ট করে চিনে ভারতীয় দূতাবাস। সেটি মুছে ডিলিট করে উইচ্যাট দাবি করে, প্রকাশক এটি মুছে দিয়েছেন। যদিও ভারতীয় দূতাবাস জানিয়ে দেয়, তারা বক্তব্য মুছে দেয়নি। 


বলে রাখি, টুইটারের মতো Sina Weibo-তে চিনে কোটি কোটি মানুষের অ্যাকাউন্ট রয়েছে। ২০১৫ সালে চিন সফরের আগে অ্যাকাউন্ট খুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সম্প্রতিক সংঘাত নিয়ে  ওই অ্যাকাউন্টে তিনি কোনও বক্তব্য রাখেননি। 


আরও পড়ুন- চিন 'দুঃসাহস' দেখালে পাল্টা, লাদাখে উড়ছে অ্যাপাচে অ্যাটাক ও মিগ-২৯