‘প্রধানমন্ত্রীর দিকে আঙুল উঠলে সেই আঙুল কেটে ফেলা উচিত’
বিহারে হুঁশিয়ারি বিজেপি নেতার
নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী বিরুদ্ধে যারা আঙুল তুলবেন তাদের আঙুল কেটে ফেলা উচিত। এমনই মন্তব্য করলেন বিহার রাজ্য বিজেপির সভাপতি নিত্যানন্দ রাই।
বিহারের উজিরপুরের সাংসদ পাটনায় এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। মঞ্চে উপস্থিত ছিলেন সুশীল মোদী, নন্দ কিশোর যাদব, মঙ্গল পান্ডের মতো নেতারা। তাদের সামনেই নিত্যানন্দ বলতে শুরু করেন, কেউ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আঙুল তুলে কথা বললে তার আঙুল ভেঙে দেওয়া উচিত।
প্রধানমন্ত্রীর উঠে আসার কথা বলতে গিয়ে নিত্যানন্দ বলেন, সাধারণ পরিবার থেকে উঠে এসে আজ মোদীজি প্রধানমন্ত্রী হয়েছেন। প্রত্যেকের ওই লড়াইকে সম্মান জানানো উচিত।
এদিকে, নিত্যানন্দের ওই মন্তব্যের পর রাজ্যজুড়ে সমালোচান শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে নিত্যানন্দ বলেন, দেশের সম্মান ও নিরাপত্তা নিয়ে যারা প্রশ্ন তুলবে তাদের জন্যই তিনি ওই মন্তব্য করেছেন। কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেননি।
আরও পড়ুন-বান্দিপোরার পর হান্দওয়ারা, গুলির লড়াইয়ে খতম ৩ পাকিস্তানি জঙ্গি