মুম্বইয়ে ভেঙে পড়ল পবনহংস, উদ্ধার হল ৩টি দেহ
৭ বছরের পুরনো VTPWA Dauphin AS 365 N3 চপারটি শনিবার সকাল ১০.২০ মিনিট নাগাদ জুহু বিচ থেকে মুম্বই হাই নর্থ ফিল্ডের উদ্দেশ্যে ওড়ে।
ওয়েব ডেস্ক : মুম্বই উপকূলে ভেঙে পড়ল ওএনজিসি-র পবনহংস কপ্টার। দুর্ঘটনায় এখনো পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। কপ্টারটিতে ২ জন পাইলট-সহ মোট ৭ যাত্রী ছিল বলে উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন- বিষাক্ত চা খেয়ে বিহারে মৃত্যু হল ৩ জনের
সূত্রের খবর, ৭ বছরের পুরনো VTPWA Dauphin AS 365 N3 চপারটি শনিবার সকাল ১০.২০ মিনিট নাগাদ জুহু বিচ থেকে মুম্বই হাই নর্থ ফিল্ডের উদ্দেশ্যে ওড়ে। ওড়ার ১৫ মিনিট পর চপারের সঙ্গে এটিসি-র সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জানা গেছে, দুর্ঘটনার সময় মুম্বই কোস্ট থেকে ৩০ নটিক্যাল মাইল দূরে ছিল চপারটি।
প্রথমিক তদন্তে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির জন্যই দুর্ঘটনাটি ঘটেছে। চপারের ধংসাবশেষ উদ্ধারের জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে জোর তল্লাসি।