নিজস্ব প্রতিবেদন: National Population Register ব্যবহার করে এনআরসি করতে চাইছে বিজেপি সরকার। দাবি করেছে বিরোধীরা। সেই দাবিকে নস্যাত্ করে দিলেন অমিত শাহ। স্পষ্ট করলেন, এনপিআরের সঙ্গে এনআরসি-র কোনও সম্পর্ক নেই। এনআরসি-র জন্য কোনও তথ্য সংগ্রহ করা হবে না। দুটি একবারে আলাদা প্রক্রিয়া।        


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় জ্বলছে দেশের একাংশ। প্রতিদিনই চলছে বিক্ষোভ। এর মাঝেই জনগণনার মাধ্যমে 'সন্দেহজনক ভোটার' চিহ্নিত করা হবে বলে আশঙ্কা বিরোধীদের। সেই বিতর্কে সংবাদ সংস্থা এএনআই-কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,''NPR জনসংখ্যা নথিবদ্ধ করবে। একেবারে ভিন্ন বিধি। এনপিআরের জন্য কেউ নাগরিকত্ব হারাবেন না। এনআরসি-তে নাগরিকদের নথিবদ্ধ করা হবে। দুটো ভিন্ন প্রক্রিয়া।'' 


অমিত শাহ আশ্বস্ত করেন, এনপিআর নিয়ে দেশের মানুষের মধ্যে কোনও ধরনের ভীতি থাকা উচিত নয়। বিশেষ করে সংখ্যালঘুরা আশঙ্কিত হবেন না। মুসলিমরা আমাদের ভাই। এনপিআরের তথ্য এনআরসি-র কাজে ব্যবহার করা হবে।    


এনপিআর স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেরল ও পশ্চিমবঙ্গ। দুটি রাজ্যকে এনপিআর প্রক্রিয়া চালু করার আর্জি করেছেন অমিত শাহ। তাঁর বার্তা, রাজনৈতিক মতপার্থক্য দূরে সরিয়ে এনপিআর করতে দিন। মুখ্যমন্ত্রী নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন। উন্নয়নপ্রকল্প থেকে গরিবদের বাদ দেবেন না। 



নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এদিনই বিক্ষোভের আবহে ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রারে (NPR) অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর স্পষ্ট করেছেন, বায়োমেট্রিক, নথির কোনও দরকার নেই। সাধারণ মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে। অসম ছাড়া দেশর সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ২০২০-র ১ এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত আদমসুমারি করার কথা। জনগণনার জন্য বরাদ্দ করা হয়েছে ৮,৭৫৪.২৩ কোটি। এনপিআর আপডেট করার জন্য ৩,৯৪১.৩৫ কোটি টাকা খরচ পড়বে।       


আরও পড়ুন- গোটা দেশজুড়ে এনআরসি-র আলোচনাই হয়নি, প্রধানমন্ত্রীর পর ডিগবাজি অমিতের