যোগীর পুলিসকে ধোঁকা দিয়ে দলীয় কর্মীর স্কুটারেই দারাপুরির বাড়িতে প্রিয়াঙ্কা
দিন কয়েক আদে ক্যান্সার রোগী দারাপুরিকে গন্ডগোল বাঁধানোর অভিযোগে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিস।
নিজস্ব প্রতিবেদন: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় অভিযোগে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারকে গ্রেফতার করেছে লখনৌ পুলিস। শনিবার তাঁকে দেখতে গিয়ে বাধার মুখে পড়লেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। পুলিসকে ধুলো দিয়ে দলীয় কর্মীর স্কুটারে আইপিএস অফিসারের বাড়িতে যান প্রিয়াঙ্কা। কংগ্রেস নেত্রীর অভিযোগ, পুলিস তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে আটকানোর চেষ্টা করেছে।
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ করায় ৭৬ বছরের অবসরপ্রাপ্ত আইপিএএস অফিসার এসআর দারাপুরিকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিস। তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু তাঁর কনভয় থামিয়ে দেওয়া হয়। এরপর পুলিসকে ধুলো দিয়ে দলের এক কর্মীর স্কুটারে চড়ে বসেন গান্ধী তনয়া। কিন্তু দারাপুরির বাড়ির ২ কিলোমিটার আগে তাঁকে আটকে দেয় পুলিস। বাকি রাস্তা হেঁটেই যান প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর কথায়,''দারাপুরিজির পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় আমাকে আটকে দেয় উত্তরপ্রদেশ পুলিস। আমায় ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে। দুর্ব্যবহারও করেছে পুলিস। দলের এক কর্মীর স্কুটারে যাওয়ার সময়েও আটকানো হয়েছে। হেঁটেই আমি ওনার পরিবারের সঙ্গে দেখা করেছি।''
তাঁকে কেন আটকানো হয়েছে, সেনিয়েও প্রশ্ন তুলেছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তাঁর কথায়,''কেন মাঝপথে আমায় বাধা দেওয়া হল, সেটাই তো বুঝতে পারছি না।''
দিন কয়েক আগে ক্যান্সার রোগী দারাপুরিকে গন্ডগোল বাঁধানোর অভিযোগে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিস। তারা জানায়, বিক্ষোভে অংশ নেওয়ায় রাজ্যের বিভিন্ন জায়গায় ১,১১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি সনাক্ত করা হয়েছে ৪৯৮ জনকে। তাদের থেকে তোলা হবে ভাঙচুরের ক্ষতিপূরণ।
আরও পড়ুন- 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দিলে সে দেশে চলে যেতে তো বলবই: মেরঠের এসপি