নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের আলোচনায় নাগরিকত্ব সংশোধনী আইন আসেনি। এমনটাই জানিয়েছিলেন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করলেন, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মোদীর সঙ্গে তাঁর কথা হয়নি। বিষয়টি ভারতের অভ্যন্তরীণ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সিএএ নিয়ে তাঁর সঙ্গে নরেন্দ্র মোদীর কী কথা হয়েছে? ট্রাম্পের কাছে জানতে চান এক সাংবাদিক। মার্কিন প্রেসিডেন্ট বলেন,''এনিয়ে কোনও আলোচনা চাই না। এটা ভারতের উপরেই ছাড়তে চাই। আশা করি, নিজেদের নাগরিকদের জন্য সুচিন্তাই করবে ভারত।''       


তার আগে বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছিলেন, ''মোদী-ট্রাম্প আলোচনায় সিএএ আসেনি। বহুত্ববাদ ও বৈচিত্র্য গুই দেশকে এক সুতোয় বেঁধেছে।''      



ধর্মীয় স্বাধীনতা নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে আস্থা রয়েছে বলেও স্পষ্ট করেন ট্রাম্প। দিল্লির সংঘর্ষ ও ধর্মীয় স্বাধীনতা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন,''হ্যাঁ, ধর্মীয় স্বাধীনতা নিয়ে আমাদের কথা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী দৃঢ়ভাবে ধর্মীয় স্বাধীনতার পক্ষে সওয়াল করেছেন। ধর্মীয় স্বাধীনতার জন্য চেষ্টা চালাচ্ছে ভারত। আপনি যদি আগে দেখেন, আর এখন দেখেন, অন্য জায়গার দিকে তাকান, ওনারা খুব ভালো কাজ করছেন। ওনার সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে। আর দিল্লির ব্যক্তিগত একটা ঘটনার বিষয়ে শুনেছি। তবে কথা হয়নি। এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার।''  


আরও পড়ুন- অসাধারণ প্রধানমন্ত্রী পেয়েছেন আপনারা, উনি দরকারে টাফ হতে পারেন: ট্রাম্প