নিজস্ব প্রতিবেদন: লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাসে কোনও বাধাই ছিল না সরকারের। কিন্তু  রাজ্যসভায় সরকার কীভাবে বিলটা পাস করায়, তা নিয়ে ছিল বড় প্রশ্ন। এর আগে মুখ থুবড়ে পড়েছিল কেন্দ্রের শাসক দল। কিন্তু বুধবার রাজ্যসভায় ভোটাভুটিতে বিলটি পাস করিয়ে নিল মোদী-শাহ জুটি। বিল পাসের পর কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গান্ধীর প্রতিক্রিয়া, ভারতের সংবিধানের ইতিহাসে একটা কালো দিন। 
      
রাজ্যসভায় বিলের পক্ষে ভোট পড়েছে ১২৫টি। ১০৫ জন সাংসদ ভোট দিয়েছেন বিলের বিপক্ষে। প্রথম থেকে বিলটি বিরোধিতা করে আসছিল কংগ্রেস। বিলটি ভারতের বহুত্ববাদের আদর্শের পরিপন্থী বলে দাবি করেছে তারা। এদিনও রাজ্যসভার বিতর্কে সরব হন আনন্দ শর্মা, দিগ্বিজয় সিংরা। তার জবাবও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে বিলটি পাস করিয়ে নিতে সক্ষম হয়েছে কেন্দ্রের শাসক। কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গান্ধীর প্রতিক্রিয়া,'আজ ভারতীয় সংবিধানের ইতিহাসে কালো দিন। ভারতের বহুত্ববাদের উপরে নিম্নরুচি ও ধর্মান্ধতার জয়।'          




COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING