নিজস্ব প্রতিবেদন:  শরিকি বাধায় এবার ভেস্তে যেতে চলেছে বিজেপির নাগরিকত্ব সংশোধন বিল পাশের স্বপ্ন। লোকসভায় উতরে গেলেও রাজ্যসভায় ওই বিলের বিরোধিতা করবে বিজেপির শরিক জনতা দল ইউনাইটেড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জেডিইউ এর জাতীয় সম্পাদক কে সি ত্যাগী রবিবার জানিয়ে দেন রাজ্যসভায় তারা নাগরিকত্ব বিলেকে সমর্থন করবেন না। পাশাপাশি লোকসভাতে ওই বিলের ভোটাভুটির সময়ে কংগ্রেসের ওয়াকআউটের তীব্র সমালোচনা করেন তিনি। ত্যাগী বলেন, ওই দিন কংগ্রেস যা করেছে তা পুরোটাই নাটক। এতে সরকারের সুবিধা হয়েছে।


আরও পড়ুন-প্রধানমন্ত্রীর 'বাঁচাও, বাঁচাও' কটাক্ষের জবাব দিলেন রাহুল গান্ধী 


উল্লেখ্য, ৮ জানুয়ারি লোকসভায় পাশ হয়েছে সিটিজেন্সশিপ অ্যামেন্ডমেন্ট বিল ২০১৬। কী রয়েছে ওই বিলে? সরকার প্রস্তাব করেছে, ভারতে মাত্র ৬ বছর থাকলেই বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্থান থেকে আগত সংখ্যালঘু হিন্দু, পার্সি, শিখ, জৈনদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। আগে নিয়ম ছিল ভারতে কমপক্ষে ১২ বছর থাকতে হবে। তবেই মিলবে নাগরিকত্ব।


এদিকে নাগরিকত্ব বিল নিয়ে উত্তেজনার পারদ চড়ছে উত্তরপূর্বের রাজ্যগুলিতে। ইতিমধ্যেই অসমে ৩০টি সংগঠেন একদিনের কালা দিবস পালন করেছে। সেখানকার একাধিক সংগঠন এর বিরুদ্ধ রাস্তায় নেমেছে। তাদের দাবি, যে অনুপ্রবেশকারীূ বাংলাদেশিদের জন্য এনআরসি সেইসব বাংলাদেশিরাই নাগরিকত্ব পেয়ে যাবে।


আরও পড়ুন-বড় খবর! ‘জম্মু ও কাশ্মীরে ফের সরকার গঠন করবে বিজেপি’


ত্যাগী এদিন বলেন, রাম মন্দির, ৩৭০ ধারা ও অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে জেডিইউ তার অবস্থান জানিয়েছে। তবে সিটিজেন্সশিপ বিল নিয়ে কংগ্রেসের আচরণ খুবই নিন্দার। প্রসঙ্গত, জেডিইউ সাফ জানিয়েছে, মন্দির নির্মাণের জন্য দেশের আইনের ওপরে নির্ভর করতে হবে।