নিজস্ব প্রতিবেদন: সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি পদে স্থলাভিষিক্ত হতে পারেন বিচারপতি শরদ অরবিন্দ বোবডে। কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে প্রধান বিচারপতি হিসেবে তাঁর নাম সুপারিশ করলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মর্মান্তিক পরিনতি! ৪ দিন পরে কুলটির আকনবাগানের অবৈধ খনি থেকে তিন যুবকের দেহ উদ্ধার করল NDRF


আগামী মাসেই অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। বিদায়ী প্রধান বিচারপতি তাঁর উত্তরসূরি হিসেবে একজন সিনিয়র বিচারপতির নাম সুপারিশ করে যান। এটাই রীতি। সেক্ষেত্রে বিচারপতি শরদ অরবিন্দ বোবডেই হলেন সিনিয়র। তাই তাঁর নামই কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে সুপারিশ করেছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।



আরও পড়ুন-গাড়ির ভেতরেই ছিল আততায়ী! নিমতায় দেবাঞ্জন খুনের তদন্তে উঠছে নতুন প্রশ্ন


২০১৮ সালের ৩ অক্টোবর দেশের ৪৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি রঞ্জন গগৈ। তাঁর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৭ নভেম্বর। বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে অযোধ্যা জমি বিতর্কের মামলা। সেই মামলার শুনানি শেষ হয়েছে বুধবার। ওই মামলার নিস্পত্তির দায়িত্ব রয়েছেন ৫ বিচারপতির একটি বেঞ্চ। সেই বেঞ্চে রয়েছেন বিচারপতি বোবডে।