নিজস্ব প্রতিবেদন: বদলে ফেলা হল মন্ত্রকের নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার বলেছেন, নৌ-পরিবহন মন্ত্রকের নাম পরিবর্তন করে বন্দর, নৌ ও নৌপথ মন্ত্রক রাখা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিনি ভাওয়ানগর জেলার সুরাটে হাজিরা এবং ঘোঘারের মধ্যে রো-প্যাক্স ফেরি পরিষেবা উদ্বোধন শেষে এক সমাবেশে বক্তব্য রাখার মাঝে বলেন, এই নতুন রাস্তার জন্য সমুদ্র পথ ৩৭০ কিমি থেকে কমে ৯০ কিমি হয়ে গেল।


"কাজ প্রায় শেষ, দেশের সমুদ্র অঞ্চল  আত্মনির্ভর ভারত- এর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে আত্মপ্রকাশ করে। এই প্রচেষ্টাকে বাড়াতে আরও বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে।


প্রধানমন্ত্রী মোদী বলেন, "এখন, নৌ-পরিবহন মন্ত্রকের নাম বদলে বন্দর, নৌ ও নৌ পথ মন্ত্রক করা হচ্ছে,"


 প্রধানমন্ত্রীর কথায়, "মন্ত্রক সম্প্রসারণ করা হচ্ছে। উন্নত অর্থনীতিতে, বেশিরভাগ জায়গায় নৌ-পরিবহন মন্ত্রক বন্দর এবং নৌ পথেরও যত্ন নিয়ে থাকে। ভারতে নৌ-পরিবহন মন্ত্রক বন্দর ও নৌ পথ সংক্রান্ত অনেক কাজ করে থাকে। নতুন নাম স্পষ্টতা প্রকাশ করবে এছাড়াও কাজের ক্ষেত্রে স্বচ্ছতা আনবে।"