ওয়েব ডেস্ক: কাশ্মীরের পুলওয়ামাতে এখনও গুলির লড়াই চলছে। গতকাল সন্ধ্যারাত থেকে জঙ্গিদের সঙ্গে পুলওয়ামার দ্রুবগ্রামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে লড়াই শুরু হয়েছে জঙ্গিদের। জনাকয়েক জঙ্গিকে ঘিরে ফেলতে সম্ভব হয়েছে নিরাপত্তাবাহিনী। এদিকে কূপওয়ারাতে বড়সড় সাফল্য পেয়েছে সেনাবাহিনী। কূপওয়ারার মাছিল সেক্টরে পাক অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে সেনবাহিনী। দু পক্ষের সংঘর্ষে পাঁচ জঙ্গি নিকেশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্যদিকে, রাজ্যে ফের আক্রান্ত উর্দিধারী। এবার সালিশি সভায় আক্রান্ত হলেন এক সিভিক ভলান্টিয়ার। মুর্শিদাবাদের ভগবানগোলার ঘটনা। গত দোসরা অগাস্ট হেলমেটহীন এক বাইক আরোহীকে আটকান সিভিক ভলান্টিয়ার আবু হেনা শেখ। ওই বাইক আরোহীকে মারধর করা হয় বলেও অভিযোগ। এনিয়ে ভগবানগোলা থানায় অভিয়োগ দায়ের করেন বাইক আরোহীর বাড়ির লোকজন। শেষমেষ ঠিক হয় সালিশি সভা ডেকে সমস্যা মিটিয়ে নেওয়া হবে। গতকাল রাতে বসে সালিশি সভা। সেখানেই নিদান মানতে নারাজ হয় বাইক আরোহী। বচসা থেকে শুরু হয় হাতাহাতি। সেসময় ক্ষুর দিয়ে সিভিক ভলান্টিয়ারের হাত চিরে দেওয়া হয় বলে অভিযোগ। আহত সিভিক ভলান্টিয়ার মুর্শিদাবাদ মেডিক্যালে ভর্তি।


১১ লক্ষ প্যান কার্ড বাতিল করেছে সরকার, আপনারটা চালু আছে তো? দেখে নিন