অল্পের জন্য বাঁচল বিমান, ম্যাঙ্গালুরু বিমানবন্দরের রানওয়েতে চালকহীন ট্রাক্টর
অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠে গেল প্রশ্ন।
ওয়েব ডেস্ক: অল্পের জন্য দুর্ঘটনার হাত রেহাই পেল জেট এয়ারওয়েজের বিমান। বৃহস্পতিবার বেঙ্গালুরুর বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের তত্পরতায় ট্রাক্টরের সঙ্গে বিমানের সংঘর্ষ এড়ানো গিয়েছে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সকালে রানওয়েতে একটি চালকহীন ট্রাক্টর দাঁড়িয়েছিল। ওই রানওয়ে ধরেই ওড়ার জন্য এগিয়ে আসছিল জেট এয়ারওয়েজের বিমান। তবে শেষমুহূর্তে এটিএস থেকে সংকেত পেয়ে বিমান থামান চালক।
এটিএস সূত্রের খবর, বিমান ওড়ার কিছুক্ষণ আগেই রানওয়েতে একটি ট্রাক্টর নজরে আসে। বিশ্বের বিভিন্নপ্রান্তে ট্রাক বা গাড়ি নিয়ে হামলার ঘটনা ঘটছে। এই অবস্থায় কীভাবে নিরাপত্তাকর্মীদের নজর এড়িয়ে রানওয়েতে ট্রাক্টর পৌঁছে গেল? তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।তার উপরে ম্যাঙ্গালুরুর বিমানবন্দরটি টেবল টপ রানওয়ে। ২০১০ সালে রানওয়ে পেরিয়ে খাদে পড়ে গিয়েছিল এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমান। মৃত্যু হয়েছিল ১৫৮জনের।