ওয়েব ডেস্ক : হাতে সময় ৪০ দিন। আর এই সময়ের মধ্যে বুজিয়ে ফেলতে রাজ্যের সব রাস্তায় যত খানাখন্দ-গর্ত রয়েছে। এমন রাস্তা বানাতে হবে, যা দেশের অন্য সব রাজ্যের থেকে সেরা হবে। এই কারণে ১৪০০ কোটি টাকা বরাদ্দ করল যোগী সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সরকারি হিসেব বলছে, সারা রাজ্যে সব রাস্তা মিলিয়ে এরকম 'পটহোল'-এর সংখ্যা কমপক্ষে ১১, ১০৭টি। রাজ্যে লখনৌ এলাকাতেই রাস্তায় খানাখন্দ-গর্তের সংখ্যা সবচেয়ে বেশি, ১৬৩২টি। এরপরই তালিকায় রয়েছে ফয়জাবাদ, এলাহাবাদ, আজমগড়, আগ্রা, গোরখপুর। এখন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ চান, সংখ্যা যতই হোক, কাজ শেষ করতে হবে ৪০ দিনের মধ্যেই। ডেটলাইন ১৫ জুন। কারণ তারপরেই চলে আসছে বর্ষা।


আরও পড়ুন, ISIS-এর হাতে পৌঁছানোর আগে আটক ৪ কোটি নিষিদ্ধ ভারতীয় পেইনকিলার!