জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: কলেজ থেকে বাড়ি ফেরার পথে ঘটে গেল ভয়ংকর ঘটনা। পথচারীদের চোখের সামনেই এক ছাত্রীকে পিষে দিল প্রবল গতিতে ধেয়ে আসা একটি বাইক। যে ভাবে ওই ঘটনা ঘটল তা জানলে হাড়হিম হয়ে যাবে। ফের প্রশ্ন উঠে যাবে যোগী রাজ্যের আইন শৃঙ্খলার উপরেও। শুক্রবার উত্তর প্রদেশের আম্বদকরনগরের ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-আগেই ইঙ্গিত দিয়েছিলেন পরিবারের লোকজনকে! কেষ্টপুরে লোহার ব্রিজ থেকে ঝাঁপ যুবকের


কলেজ থেকে সাইকেলে চড়ে বাড়ি ফিরছিল দুই কিশোরী। রাস্তায় একপাশ দিয়েই যাচ্ছিল তারা। পেছন থেকে বাইকে আসছিল ২ যুবক। বাইকের পেছনে বসে থাকা যুবক আচমকাই হ্যাঁচকা টান দিল এক কিশোরীর দোপাট্টা ধরে। সেই টানেই আর টাল সামলাতে পারেনি ছাত্রীটি। সাইকেল থেকে টাল খেয়ে পড়ে যায় রাস্তায়। আর তখনই পেছনের দিকে থেকে প্রবল গতিতে ছুটে এসে একটি বাইক সাইকেল সমেত ছাত্রীটিকে পিষে দিয়ে বেরিয়ে যায়। গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।


পুলিস সূত্রে খবর, নিহত ওই ছাত্রীর নাম নৈশি প্যাটেল(১৭)। হিরাপুর বাজারে রামরাজি ইন্টার কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। ঘচনার পরপরই ছাত্রীটিকে হালপাতালে ভর্তি করা হয়। তার পরেও তাকে বাঁচানো যায়নি। পরিবারের সলোকজন হাসপাতালে গিয়ে আর তাকে জীবন্ত দেখতে পায়নি। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিস ৩ জনকে গ্রেফতার করেছে।


নিহত ছাত্রীর বাবা পুলিসকে জানিয়েছেন তাঁর মেয়ে বাড়িতে বলেছিল ২টি ছেলে তাকে রাস্তাঘাটে বিরক্ত করে।  তারাই ওই ঘটবা ঘটিয়ে থাকতে পারে।


হংসভার থানার এসএইচও রীতেশ পান্ডে সংবাদমাধ্যমে বলেন, তিন জনের বিরুদ্ধে খুনে মামলা করা হয়েছে। এনিয়ে আরও তদন্ত চলছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)