ওয়েব ডেস্ক: ক্রিকেটে যেমন হেলমেট। ম্যারাথনে তেমন মাস্ক। অবশ্য ক্রিকেটের মত সব ক্ষেত্রে নয়, কোনও বিশেষ জায়গায় দৌড়তে প্রয়োজন হল মাস্কের। না, জায়গাটার নাম গেস করার জন্য কোনও পুরস্কার নেই। কারণ উত্তরটা খুব সহজ। দেশের রাজধানী দিল্লি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


দিল্লির হাফ ম্যারাথনে অংশ নেওয়া ব্যক্তিদের অনেকেই মাস্ক পরে দৌড়লেন। মারাত্মক দূষণের হাত থেকে বাঁচতে ম্যারাথনে মাস্ক পরে দৌড়টা নিয়ে হাসাহাসি পড়ে গেল দুনিয়া জুড়ে। প্রায় ৩৪ হাজার মানুষ দিল্লির হাফ ম্যারাথনে যোগ দিয়েছিলেন। স্বাভাবিকের চেয়ে ১৫ গুণ বেশি দূষিত দিল্লি। দূষণের জন্য স্কুল-কলেজ পর্যন্ত বন্ধ রাখতে হয়েছিল। দূষণের প্রভাবটা ঠিক কীভাবে পড়েছে সেটা এই ম্যারাথনে আরও একবার প্রমাণ হয়ে গেল।


দিল্লির হাফ ম্যারাথনে চ্যাম্পিয়ন হলেন অলিম্পিকের সোনা জয়ী কেনিয়ার ইলিউড কিপচোগ।