ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার বিজয় মালিয়া 'ইস্যু'তে দ্বিধা বিভক্ত হল রাজ্যসভা। ইউনাইটেড ব্রেওয়ারিসের চেয়ারম্যান সরকারের মদতেই দেশ ছেড়ে পালাতে পেরেছেন, এমনই অভিযোগ আনল কংগ্রেস।   বিজেপি সরকারকে আক্রমণ করেন রাহুল গান্ধি প্রশ্ন তোলেন, 'যার মাথার ওপর ৯ হাজার কোটি টাকার দেনা সে কী করে দেশ ছেড়ে পালাতে পারে?'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রধানমন্ত্রীর 'ফেয়ার অ্যান্ড লাভলি স্কিম' নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস সহ-সভাপতি। তাঁর মতে এই স্কিম চোরদের, কালো টাকার মালিকদের, ড্রাগ মাফিয়েদের সাহায্য করছে। যে কেউ এই স্কিমে কালো টাকা সাদা করে নিতে পারে।  কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগও আনেন। বলেন, 'মালিয়া তো আর সূচ নন যে তাঁকে খুঁজে পাওয়া যাবে না। লম্বা-চওড়া মানুষ, সবসময় ভালো পোশাক পড়ে থাকেন উনি। এক কিলোমিটার দূর থেকে চেনা যায়। উনি একাও ঘোরা ফেরা করেন না। সবসময় সুন্দরী পরিবেষ্টিত হয়ে থাকেন। এমন একজন মানুষ উবে গেলেন?' আজাদ আরও প্রশ্ন তোলেন, 'সুপ্রিম কোর্ট লুক আউট নোটিস জারি করা সত্ত্বেও তিনি পালাতে সক্ষম হলেন। যখন বিভিন্ন সংস্থাগুলি জেরা করছিল তখনই তাঁকে গ্রেফতার করা হয়নি কেন? কেন তাঁর পাসপোর্ট নিয়ে নেওয়া হয়নি?' মালিয়া ইস্যুতে সরকারকে আক্রমণ করতে ছাড়েননি জয়রাম রমেশও। সব অভিযোগের বিরুদ্ধে পাল্টা আক্রমণ হানেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেন বিজয় মালিয়া বিদেশে যখন গিয়েছিলেন তখন কেন্দ্রে ইউপিএ সরকার ছিল। তাঁকে ঋণও দেওয়া হয়েছিল ইউপিএ আমলেই। বর্তমানে বিষয়টি নিয়ে সিবিআই তদন্ত করছে।


উল্লেখ্য, স্টেট ব্যঙ্কের নেতৃত্বে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলি সুপ্রিম কোর্টে যে আর্জি দায়ের করে তার ভিত্তিতেই সুপ্রিম কোর্ট বিজয় মালিয়ার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে। লন্ডনে ভারতীয় হাই কমিশনার এই নোটিস মালিয়ার কাছে পৌঁছে দেবে।  সিবিআইয়ের তথ্য অনুযায়ী মালিয়া হয়ত বর্তমানে ইংল্যাণ্ডে রয়েছেন।