নিজস্ব প্রতিবেদন : পুলওয়ামার অবন্তীপোরায় আরপিএফ কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলার সময় করবেট ন্যাশনাল পার্কে একটি সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি হামলার খবর পাওয়ার পরেও শ্যুটিং বন্ধ হয়নি। আরও ঘণ্টাখানেক ধরে চলে সেই শ্যুটিং। প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ আনল কংগ্রেস।  দিল্লিতে  সাংবাদিক বৈঠকে মোদীর শ্যুটিংয়ের ছবি দেখিয়ে এই দাবি করেছেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে, ভালোবাসার উত্সব উদযাপনে মশগুল দেশবাসী। ঠিক সেই সময়ই দুপুর সাড়ে ৩টে নাগাদ খবর আসে পুলওয়ামার অবন্তীপোরায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপর আরপিএফ কনভয়ে বড়সড় জঙ্গি হামলা হয়েছে। প্রাথমিকভাবে ১৫ জন আরপিএফ জওয়ানের মৃত্যুর খবর আসে। তারপর লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে মৃতের সংখ্যা।


জানা যায়, এটি একটি আত্মঘাতী হামলা। ৩৫০  কেজি বিস্ফোরকবোঝাই এসইউভি নিয়ে এসে আরপিএফ কনভয়ের একটি গাড়িতে ধাক্কা মারে জইশ জঙ্গি আদিল আহমেদ। বিস্ফোরণের তীব্রতায় আগুন ধরে যায় গাড়িটিতে। মুহূর্তের মধ্যে সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়। পাশাপাশি গ্রেনেড হামলাও করে জঙ্গিরা। জওয়ানদের গাড়ি লক্ষ্য করে গুলিও ছুঁড়তে থাকে জঙ্গিরা। ভয়াবহ সেই জঙ্গি হামলায় শহিদ হন ৪০ জন জওয়ান।



(মোদীর শ্যুটিংয়ের ছবি হাতে সাংবাদিক বৈঠকে রণদীপ সুরজেওয়ালা)


কংগ্রেসের তরফে অভিযোগ, পুলওয়ামায় যখন আরপিএফ কনভয়ে জঙ্গিরা হামলা চালাচ্ছে, তখন করবেট পার্কে সিনেমার শ্যুটিংয়ে ব্যস্তি ছিলেন প্রধানমন্ত্রী। এমনকি হামলার খবর পাওয়ার পরেও সেই শ্যুটিং বন্ধ করেননি মোদী। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে শ্যুটিংপর্ব। এরপর পৌনে ৭টা নাগাদ চা-জলখাবার খান। গুরুত্বের ভিত্তিতে কাজের অগ্রাধিকার স্থির করতে প্রধানমন্ত্রী ব্যর্থ বলে মোদীর সমালোচনা করেছে কংগ্রেস।


সাংবাদিক বৈঠকে রণদীপ সুরজেওয়ালা  দাবি করেন, "সারা দেশ যখন জঙ্গিহানায় জওয়ান মৃত্যুতে শোকজ্ঞাপন করছে, তখন প্রধানমন্ত্রী মোদী করবেট ন্যাশনাল পার্কে নৌকবিহার করতে করতে কুমির দেখছিলেন। ভয়াবহ ওই জঙ্গিহামলার ৪ ঘণ্টা পরেও মোদী নিজের ব্র্যান্ডিং, ফোটোশুট ও স্ন্যাকস ব্যস্ত ছিলেন।''


আরও পড়ুন, কাশ্মীরে ফের পুলওয়ামার মতো হামলার সতর্কতা, ৫০০ কেজি RDX জড়ো করেছে জঙ্গিরা


পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন জওয়ান শহিদ হওয়ার ঘটনায় কেন জাতীয় শোক ঘোষণা না হল না? সে প্রশ্ন তুলেও এদিন মোদী সরকারকে কটাক্ষ করে কংগ্রেস। এমনকি ঝাঁসিতে রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকায় দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছে শহিদ জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপন করতে প্রধানমন্ত্রীর দেরি হয় বলেও তোপ দেগেছে হাত শিবির।