ওয়েব ডেস্ক: দাউদ ইব্রাহিমের স্ত্রী কীভাবে মুম্বইয়ে এলেন? এই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জবাবদিহি চাইল কংগ্রেস। দাউদের ভাই ইকবাল কাসকরকে সম্প্রতি তোলবাজির অভিযোগে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। তাকে জেরা করে জানা গিয়েছে, গতবছর নিজের বাবার সঙ্গে দেখা করতে মুম্বই এসেছিলেন দাউদের স্ত্রী মেহজাবিন শেখ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন,'' এটা দুর্ভাগ্যজনক যে ২০১৬ সালে দাউদের স্ত্রী মুম্বই এসে বাবার সঙ্গে দেখা করে চলেও গেলেন। অথচ সরকার ও গোয়েন্দা সংস্থাগুলি ঘুমোচ্ছিল।'' কেন সন্ত্রাসবাদীর স্ত্রীকে গ্রেফতার করা হল না? কেন কোনও ব্যবস্থা নেওয়া হল না? প্রশ্ন তুলেছে কংগ্রেস।


সুরজেওয়ালা আরও বলেন, ''প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতে এটা কার ব্যর্থতা?''


আরও পড়ুন, মোদীর ভয়ে পাকিস্তানে চার বার আস্তানা বদলেছে দাউদ, জেরায় জানাল ভাই