নিজস্ব প্রতিবেদন: মণিশঙ্কর আইয়ারের মন্তব্য থেকে নিজেদের দূরত্ব বাড়াল কংগ্রেস। কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভির দাবি, দল থেকে মণিশঙ্করকে আগেই সাসপেন্ড করে দেওয়া হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গুজরাট নির্বাচনের আগে 'নীচ' মন্তব্যের খেসারত দিতে হয়েছিল কংগ্রেসকে। মণিশঙ্করকে সাসপেন্ড করে কংগ্রেস। তবে বিষয়টি নিয়ে নির্বাচনী ময়দানে ঝড় তুলেছিলেন নরেন্দ্র মোদী। এবার পাকিস্তানে গিয়ে গোল বাঁধিয়েছেন সেই মণিশঙ্করই। করাচিতে সাহিত্য সম্মেলনে যোগদান করতে গিয়ে তিনি বলেছেন, ''পাকিস্তানে আমি যত না ভালবাসা পাই, তার চেয়ে বেশি ঘৃণা পাই ভারতে।'' মণিশঙ্করের এই মন্তব্যে ফের চাপে পড়ে কংগ্রেস। 


আরও পড়ুন- রাষ্ট্রপতিকে স্বেচ্ছামৃত্যুর আবেদন রূপান্তরকামী তরুণীর


মণিশঙ্কর বিড়ম্বনা এড়াতে সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি। তাঁর সাফাই,''কংগ্রেস থেকে আগেই সাসপেন্ড হয়েছেন মণিশঙ্কর। ব্যক্তিগত মন্তব্য করেছেন উনি। দলের তরফে বলার অধিকার নেই ওনার।''