নিজস্ব প্রতিবেদন: তড়িঘড়ি ১০ জনপথে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকলেন সনিয়া গান্ধী। সূত্রের খবর, আগামিকালই কার্যত চূড়ান্ত হয়ে যেতে পারে মহারাষ্ট্রে ত্রিদলীয় সরকার গড়ার অবস্থান। শিবসেনাকে সরাসরি কংগ্রেস যে সমর্থন করছে, এর ইঙ্গিত আগেই মিলেছে। জানা যাচ্ছে, খোদ সনিয়া গান্ধীই গ্রিন সিগন্যাল দেন শিবসেনাকে সমর্থন করার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল শরদ পাওয়ারে বাড়িতে কংগ্রেসের নেতারা এক প্রস্থ বৈঠক করেন। জোটের সমীকরণ নিয়ে আলোচনা হয়। এ দিন ওয়ার্কিং কমিটির বৈঠকের পরে কংগ্রেস নেতা বেণুগোপাল জানান, আলোচনা এখনও চলছে। গতকাল শরদ পাওয়ারের সঙ্গে আলোচনা বিষয়টি ওয়ার্কিং কমিটিতে জানানো হয়েছে। বেণগোপাল জানান, আগামিকালই সরকার গড়ার বিষয়টি নিয়ে কার্যত চূড়ান্ত হয়ে যাবে। মুম্বইয়ে সে খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।



আরও পড়ুন- চাঁদের মাটিতে আছড়ে পড়েছে বিক্রম, সংসদে জানালেন মন্ত্রী


এনসিপি নেতা নবাব মালিক জানান, শিবসেনা, কংগ্রেসের সমর্থন ছাড়া সরকার গড়া সম্ভব নয়। ন্যূনতম অভিন্ন কর্মসূচি কার্যত চূড়ান্ত পথে। ক্ষমতা বণ্টন নিয়ে চলছে আলোচনা। উল্লেখ্য, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত্ করেন শরদ পাওয়ার। মহারাষ্ট্রে কৃষকদের ক্ষতিপূরণ নিয়ে আলোচনা হয় তাঁদের। তবে, শরদ পাওয়ারের এই পদক্ষেপে যারপরনাই অসন্তুষ্ট কংগ্রেস। তলে তলে এনসিপির সঙ্গে বিজেপি যোগাযোগ রাখছে বলে অভিযোগ দলের একাংশের।