নিজস্ব প্রতিবেদন: কংগ্রেসকে 'মুসলিম পুরুষদের পার্টি' বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সাংবাদিক বৈঠক করে মোদীকে তাঁর পদের গরিমার কথা স্মরণ করাল রাহুল গান্ধীর দল। কংগ্রেস নেতা আনন্দ শর্মা বলেন, ''মনে হচ্ছে উনি শুধু বিজেপির প্রধানমন্ত্রী। স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল কংগ্রেস। কংগ্রেসকে 'মুসলিম পার্টি' বলে শোভনীয় মন্তব্য করেননি প্রধানমন্ত্রী। ইতিহাসে ওনার জ্ঞান অনেক কম। নিজেই ইতিহাস লিখেছেন তিনি।''



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উত্তরপ্রদেশে ২ দিনের সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার একটি জনসভায় তিনি বলেন, ''গত দু'দিন ধরে আমি শুনছি, নামদার নেতা (পড়ুন রাহুল গান্ধী) বলেছেন, কংগ্রেস মুসলিমদের দল। আমি বিস্মিত নই। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও একবার বলেছিলেন, দেশের সম্পদের উপরে মুসলিমদের প্রথম অধিকার।'' 



কংগ্রেসের দাবি, আসন্ন লোকসভা নির্বাচনে হারের আশঙ্কায় সমাজে বিভেদ ছড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুল গান্ধী কখনও বলেননি কংগ্রেস 'মুসলিম পার্টি'। আনন্দ শর্মার কথায়, ''প্রধানমন্ত্রীর জানা উচিত, কংগ্রেসের সভাপতি ছিলেন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, লালা লাজপত রাই, মৌলানা আজাদরা। কংগ্রেসের সভাপতিদের তালিকা তাঁর অফিসে টাঙিয়ে রাখলে ভাল হবে। তাহলে ভুল তথ্য দেওয়ার অভ্যাস ছাড়তে পারবেন।''     



দিন কয়েক আগে মুসলিম বুদ্ধিজীবীদের সঙ্গে গোপন বৈঠকে বসেন রাহুল গান্ধী। ওই বৈঠক নিয়ে উর্দু দৈনিক 'ইনকিলাবে'র একটি প্রতিবেদন দাবি করা হয়, মুসলিম বু্দ্ধিজীবীদের কাছে রাহুল গান্ধী বলেছেন, কংগ্রেস মুসলিমদের পার্টি। 'ইনকিলাবে'র প্রতিবেদন টুইট করে বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ শাহিদ সিদ্দিকি। তিনি লেখেন, ''এটা কি সত্যি না কি ভিন্নমত পোষণ করে দল? মুসলিমরা মুসলিম দল চায় না। বরং তাঁরা ধর্মনিরপেক্ষ দল চায়। যারা নাগরিকদের মধ্যে বৈষম্য করে না।''   



বিজেপি দাবি করে, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করতে চাইছে তারা, ঠিক ১৯৪৭ সালের মতো। নির্মলা সীতারমন কটাক্ষ করেন,''এক সময় পৈতেধারী আর একটা সময় মুসলিমধারী হতে পারেন না রাহুল গান্ধী''।



আরও পড়ুন- কৃষক কল্যাণ কি শুধুই মোদীর আশ্বাস? মহারাষ্ট্রে ৩ মাসে আত্মঘাতী ৬৩৯ কৃষক