নিজস্ব প্রতিবেদন: ভোটের আগে পতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেলের সেক্স টেপ প্রকাশ্যে আসায় চাপে কংগ্রেস। এর মধ্যে হার্দিককে সর্দার বল্লভভাই প্যাটেলের সঙ্গে তুলনা করে বসলেন গুজরাটের কংগ্রেস নেতা। আর তাতেই যারপরনাই ক্ষুব্ধ বল্লভভাইয়ের পরিজনরা। কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপিও।  
 
প্রবীণ কংগ্রেস নেতা শক্তিসিন গোহিল বলেন, ''শাসক দলের বিরুদ্ধে হার্দিকের দৃঢ়চেতা মনোভাব দেখে মনে হচ্ছে, ওঁর মধ্যে সর্দার প্যাটেলের ডিএনএ রয়েছে। কয়েক মাস জেল খাটার পরও বিজেপির বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন হার্দিক। এমনকি কোটি টাকা দিয়ে তাঁকে কিনতে পারেননি অমিত শাহ। একইভাবে বল্লভভাইকেও দমাতে পারেনি ব্রিটিশরা।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপি নেতা মনসুখ মানদাভিয়ার প্রতিক্রিয়া, ''এমন একজন কলঙ্কিত ব্যক্তির সঙ্গে সর্দার প্যাটেলের তুলনা করা উচিত হয়নি। সর্দার প্যাটেল ও গুজরাটকে অপমানিত করার রেওয়াজ চালিয়ে যাচ্ছে কংগ্রেস।'' সর্দার প্যাটেলের নাতির ছেলে সমীর প্যাটেলের কথায়, ''দেশকে একজোট করেছিলেন সর্দারজি। হার্দিক ভাঙতে চাইছেন। দু'জনের কোনও তুলনাই হতে পারে না।''


এদিকে, 'সেক্স সিডি' বিতর্কে হার্দিক প্যাটেল সাফাই দিয়ে বলেছেন, তাঁর সেক্স টেপ প্রকাশ না করে ২২ বছরের উন্নয়নের ফিরিস্তি দিয়ে টেপ বের করুক বিজেপি। কংগ্রেস এ নিয়ে জানিয়েছে, হার্দিক যুবক ও অবিবাহিত। তিনি কোনও মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হতেই পারেন। উল্লেখ্য, বুধবার হার্দিকের দাবি মেনে গুজরাট বিধানসভার ৮টি আসনে তাঁর পছন্দের প্রার্থী দিয়েছে কংগ্রেস। ফলে রাজনৈতিকভাবে অস্বস্তি তৈরি হলেও পতিদার আন্দোলনের তরুণ নেতার পাশেই রয়েছে রাহুল গান্ধীর দল।


আরও পড়ুন, গুজরাটে জি নিউজের সাংবাদিকদের উপরে হামলা কংগ্রেসের