অনুষ্টুপ রায় বর্মণ: ত্রিপুরার ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল বিজেপিকে সরকার গড়ার স্পষ্ট ম্যান্ডেট দেওয়ার পর থেকেই, রাজধানী আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত হিংসার ঘটনা দেখা গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে সিপাহিজলা, খোয়াই, ঊনকোটি এবং পশ্চিম ত্রিপুরা জেলা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষের ঘটনা রিপোর্ট করা হয়েছে পুলিসের কাছে। বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে ভোট গণনার দিন থেকে বিজেপি-র বিরুদ্ধে আক্রমণের অভিযোগ করা হয়েছে। এই সব ঘটনায় ২২ জনকে আটক করা হয়েছে বলেও জানা গিয়েছে। যদিও স্থানীয়রা অনেকেই জানাচ্ছেন যে আসলে সংঘর্ষের ঘটনার সংখ্যা অনেক বেশি এবং আক্রান্তদের মধ্যে অনেককেই আগরতলায় চিকিৎসার জন্য নিয়ে যেতে হয়েছে বলেও জানা গিয়েছে। বামেদের তরফে বিভিন্ন ফেসবুক পোস্টে বিজেপি-র বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করা হয়েছে। 


 



অন্যদিকে ত্রিপুরায় নির্বাচনের পরে বিজেপি-র বিরুদ্ধে ভোট পরবর্তি হিংসার অভিযোগ তুলে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ এই দুই জায়গাতেই মিছিল করেছে বামফ্রন্ট।


অন্য দিকে প্রশ্ন উঠতে শুরু করেছে যে পশ্চিমবঙ্গে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগ ওঠে। সেই সময় কেন্দ্রের স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে তদন্তকারী দল পাঠানো হয় রাজ্যে। কিন্তু ত্রিপুরায় এখনও কেন্দ্রীয় সরকারের তরফে এরকম কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এরফলেই বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে প্রশ্ন।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)