নিজস্ব প্রতিবেদন : লাদাখের পর এবার অরুণাচল। 'লাদাখ সীমান্ত উত্তেজনার মধ্যেই অরুণাচল প্রদেশ থেকে ৫ ভারতীয় কিশোরকে অপহরণ করেছে চিনা সেনা!' কেন্দ্রকে একহাত নিয়ে এমনই বিস্ফোরক দাবি করেছেন অরুণাচল প্রদেশের কংগ্রেস বিধায়ক নিনং ইরিং। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তাঁর অভিযোগ, শুক্রবার রাতে মস্কোয় পূর্ব লাদাখ সীমান্তে উত্তেজনা প্রশমনে একদিকে রাশিয়ার মধ্যস্থতায় যখন দুদেশের প্রতিরক্ষা মন্ত্রী বৈঠক করছেন, তখনই চিনা সেনা অরুণাচল প্রদেশের ৫ কিশোরকে অপহরণ করে।  অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলার নাচো এলাকা থেকে ওই কিশোরকে অপহরণ করা হয়েছে। দুমতু ইবিয়া, প্রসাদ রিংলিং, নাগারু ডেরি, তোচ সিংকম ও তানু বাকর নামে ৫ ভারতীয় কিশোরকে নাচো এলাকার সেরা ৭ নম্বর পেট্রোলিং পয়েন্ট থেকে চিনা সেনা অপরহরণ করেছে বলে দাবি করেছেন নিনং ইরিং। 


যদিও অপহরণের ঘটনার সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন রাজ্যের ডিজিপি। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। অপহরণের কথা অস্বীকার করেছেন তেজপুর হেডকোয়ার্টারের সেনা মুখপাত্র হর্ষ বর্ধন পান্ডেও। তাঁর কথায়, "অরুণাচল প্রদেশ থেকে চিনা সেনার বালক অপহরণের এমন কোনও খবর নেই। এমনকি, সুবানসিরি জেলার কোনও থানায় কোনও নিখোঁজ ডায়েরিও হয়নি।"


আরও পড়ুন, 'এক ইঞ্চি জমি ছাড়ব না, সব ঝামেলার জন্য দায়ী ভারত', আড়াই ঘণ্টা বৈঠকের পর জানাল চিন