নিজস্ব প্রতিবেদন: মাথা নীচে পা উপরে, অভিনব ভাষায় প্রতিবাদ করলেন কংগ্রেস বিধায়ক। অটল এক্সপ্রেসওয়ের জন্য অধিগ্রহণ করা জমির বিষয়ে কালেক্টরের সঙ্গে কথা বলতে শেওপুরের অফিসে গিয়েছিলেন মধ্য প্রদেশের কংগ্রেস বিধায়ক বাবু সিং জান্দেল।  কিন্তু দেখা করেননি কালেক্টর। তাই অভিনব ভঙ্গিমায় প্রতিবাদ করলেন বাবুসিং।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিধায়ক বাবু সিংয়ের সঙ্গে কালেক্টরের কাছে গিয়েছিলেন কয়েকজন সমর্থক ও কৃষকরা। অনেকক্ষণ রোদে দাঁড়িয়ে থাকার পরও কালেক্টর দেখা না করায় বাবু সিং ও তাঁর সমর্থকরা সেখানেই প্রতিবাদে বসে পড়েন। শুরু হয় স্লোগান। মাথা নীচু পা উপরে করে প্রতিবাদ দেখাতে থাকেন খোদ বিধায়ক।


 



সমর্থকরা একে একে খুলে ফেলেন জামা। বাবুসিংকে ঘিরে শুরু হয় জোরদার স্লোগান। দীর্ঘক্ষণ চলে এই প্রতিবাদ। কিন্তু এই করোনা সংক্রমণের মাঝেও কারোর মুখে ছিল না মাস্ক। ছিল না সামান্য সামাজিক দূরত্বটুকুও। তবে প্রতিবাদের নতুন ভাষা ছিল।


আরও পড়ুন: মাত্র ২৩ বছর বয়সেই দেশের জন্য আত্মবলিদান! শহিদের মুখাগ্নি করল সাত মাসের ছেলে