ওয়েব ডেস্ক: হেরাল্ড মামলায় জামিন পেয়েই ফ্রন্টফুটে সোনিয়া-রাহুল। এই ঘটনায় সরাসরি নরেন্দ্র মোদীকেই কাঠগড়ায় তুলেছেন তাঁরা। তাঁদের বার্তা, এক ইঞ্চি জমিও ছাড়া হবে না। যেভাবে বিষয়টি রাস্তার রাজনীতির ইস্যু করা হল, তাতে সোনিয়ার কৌশলের মধ্যে অনেকেই দেখছেন ইন্দিরার ছায়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ন্যাশনাল হেরাল্ডের সম্পত্তি নয়ছয়।  কাঠগড়ায় সোনিয়া- রাহুল। অভিযোগ, সুব্রহ্মণ্যম স্বামীকে  সামনে রেখে আড়ালে কলকাঠি নাড়ছে বিজেপি। কিন্তু শনিবার  মা-ছেলের জামিনের পর আপাতত ব্যাকফুটে মোদী শিবির। এগিয়ে সোনিয়া ব্রিগেড।


অ্যাডভান্টেজ কংগ্রেস


হেরাল্ড ইস্যুতে সংসদে বারবার কংগ্রেসের  নিশানায় বিজেপি। শনিবার সোনিয়া রাহুলের আদালতে হাজিরা পর্বে সেই অ্যাকশনই শেষপর্যন্ত রাজপথে টেনে আনল কংগ্রেস। টার্গেট বিজেপি। প্রশাসনকে লেলিয়ে দিয়ে প্রতিহিংসা মেটানোর অভিযোগে মোদী সরকারের বিরুদ্ধে তামাম বিরোধীরা সরব। সেই একই ইস্যুতে এবার সরাসরি মোদীকে নিশানা করল কংগ্রেস।


লড়াই জিইয়ে রাখার বার্তায় বিরোধী জোটের আভাসও দিয়ে রাখলেন সোনিয়া। বলছে রাজনৈতিক মহল। দলীয় ঐক্যও ঝালিয়ে নিল কংগ্রেস। শাশুড়ির প্রসঙ্গ টেনে হেরাল্ড ইস্যুতে আগেই হুঁশিয়ার করেছেন সোনিয়া। এবার তাঁর অ্যাকশন প্ল্যানেও ইন্দিরারই ছায়া দেখছে রাজনৈতিক মহল।


১৯৭৭ সালে আর্থিক কেলেঙ্কারি নিয়ে  ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে শাহ কমিশন গড়ে জনতা সরকার। প্রতিহিংসামূলক আচরণের জিগির তুলে পাল্টা সরব হন ইন্দিরা। পরে সেই প্রতিহিংসামূলক আচরণের ক্যাম্পেনেই জনতা সরকারকে ধরাশায়ী করেন তিনি। রাজনীতিকদের মতে, সোনিয়া গান্ধীও এখন প্রায় একইরকম সন্ধিক্ষণে। প্রতিহিংসার জিগিরেই মোদী সরকারকে বিপাকে ফেলার মশলা তাঁর হাতের মুঠোয়। সেই অস্ত্রেই দলকে চাঙা করে নিজের কর্তৃত্ব কায়েমের সুযোগও তাঁর নাগালে



ব্যাকফুটে বিজেপি


অ্যাগ্রেসিভ সোনিয়া ব্রিগেডের সামনে শনিবার বিজেপি নেহাতই নিষ্প্রভ। দুর্নীতির তোপেই গড় সামাল দিতে নামে মোদী ব্রিগেড। কিন্তু এই তোপেই কি চিঁড়ে ভিজবে? নজর এখন সেদিকেই।