আরএসএসের সঙ্গে মিশে মোদীকে সৃষ্টি করেছেন কেজরিওয়াল, জোট-জল্পনা খারিজ কংগ্রেসের
কংগ্রেসকে খাটো করে মোদী নামে একটা দৈত্যকে সৃষ্টি করেছেন কেজরিওয়াল। আরএসএসের সঙ্গে মোদীকে তৈরি করেছেন তিনিই, দাবি মাকেনের।
নিজস্ব প্রতিবেদন: ২০১৯ সালের লোকসভা ভোটে আম আদমি পার্টির সঙ্গে জোট জল্পনা খারিজ করে দিল কংগ্রেস। দিল্লির প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ''কংগ্রেসকে খাটো করে মোদীর মতো দৈত্যের সৃষ্টি করেছেন কেজরিওয়াল। সাধারণ মানুষ ওনাকে সমর্থন করছেন না। আমরাও করব না।''
অজয় মাকেন বলেন, ''কংগ্রেসকে খাটো করে মোদী নামে একটা দৈত্যকে সৃষ্টি করেছেন কেজরিওয়াল। আরএসএসের সঙ্গে মোদীকে তৈরি করেছেন তিনিই। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দলের কর্মীদের নিশ্চিত করতে চাই, দলের কেউ কেজরিওয়ালকে সমর্থন করবেন না। সাধারণ মানুষই ওনার পাশে নেই, আমরাও নেই।''
আপ-কংগ্রেসের জোট নিয়ে জল্পনার পরই সাফাই দিতে একপ্রকার বাধ্য হয়েছে কংগ্রেস। এই কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী আন্দোলন করে উত্থান কেজরির। দিল্লিতে কংগ্রেসকে প্রথম ধাক্কা দিয়েছিলেন তিনি। তারপর ২০১৪ সালে অবসান হয় মনমোহন জমানার। কেজরিওয়ালের সঙ্গে জোট কতটা নীতিগত, উঠতে শুরু করেছিল সেই প্রশ্ন। দিল্লির কংগ্রেস নেতারাও হতাশ হয়ে পড়েছিলেন। এরপর কেজরিওয়ালকে আক্রমণ করে জল্পনার ইতি করলেন অজয় মাকেন। পাল্টা মাকেনকে বিঁধে কেজরিওয়ালের মিডিয়া উপদেষ্টা নগেন্দ্র শর্মা বলেন, ''বিধানসভা ভোটে জামানত জব্দ হয়েছিল মাকেনের। আগে সাহস করে বলুন, তিনি কোন আসনে প্রার্থী হচ্ছেন। কৈরানার ফল বলে দিচ্ছে, বিজেপিকে হারাতে কংগ্রেসের দরকার নেই।''
আরও পড়ুন- পণ হিসেবনিকেশের ওয়েবসাইট বন্ধ করবেন না, অনড় স্বত্বাধিকারী তনুল ঠাকুর