নতুন দিল্লি: লোকসভা আজ এক অন্য এক রাহুল গান্ধীকে দেখল। কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট সবাইকে অবাক করে দিয়ে ছুটে গেলেন ওয়েলের দিকে। স্পিকারের বিরুদ্ধে সোচ্চারে পক্ষপাতিত্বের অভিযোগ আনলেন।  পরে সাংবাদিকদের সামনে নাম না করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ হানেন তিনি। বলেন  ''সংসদে এখন এমন অবস্থা যেখানে এদেশের সবকিছুর জন্য শুধুমাত্র একজনের কথায় কর্ণপাত করা হয়।''  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ লোকসভায় উত্তরপ্রদেশ ও দেশের অনান্য অংশেবেড়ে চলা সাম্প্রদায়িক হিংসা নিয়ে আলোচনার দাবি তোলে কংগ্রেস। স্পিকার সুমিত্রা মহাজন সেই দাবি খারিজ করে দেন। এরপর কংগ্রেস সাংসদদের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে সংসদ। স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন রাহুল।


উত্তেজিত রাহুল সাংবাদিকদের জানান ''এই সরকারের কোনও রকম আলোচনা করার কোনও মানসিকতাই নেই।''


এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে শাসক বিজেপি। বিজেপি মুখপাত্র রাজীব প্রতাপ রুড্ডি দলের পক্ষ থেকে জানিয়েছেন '' রাহুলের নেতৃত্বে কংগ্রেস সংসদের নিয়ম ভঙ্গ করেছে। স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনা রাহুলের মত একজন সিনিয়র কংগ্রেস নেতার কাছে আভিপ্রেত নয়। এই ঘটনা অংসদীয় ও অত্যন্ত বিরিক্তিকর।''