নিজস্ব প্রতিবেদন: পরলোক গমন করলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা এবং রাজ্যসভার সাংসদ আহমেদ পটেল। বুধবার ভোর সাড়ে তিনটে নাগাদ দিল্লির মেদান্ত হাসপাতালে মৃত্যু হয় তাঁর। গত মাসেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তাঁর। ধীরে ধীরে শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে থাকে। অবশেষে এদিন ভোর রাতে মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



বুধবার ভোর ৪টে নাগাদ টুইট করে বাবার মৃত্যুর খবর জানিয়েছেন ফৈজল পটেল। সেই টুইটে তিনি জানিয়েছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার বাবা আহমেদ পটেল ২৫ নভেম্বর ৩.৩০ মিনিটে মারা গিয়েছেন। মাস খানেক আগে করোনায় আক্রন্ত হন।  বেশ কিছুদিন ধরে একের পর এক অঙ্গ কাজ করা বন্ধ করেছিল। আপনারা স্বাস্থ্যবিধি মেনে বাবার শেষকৃত্যে জমায়েত করবেন না।’।