এবার থেকে সব নির্বাচন জিতবে কংগ্রেস, হুঙ্কার রাহুলের
রাজধানীর রামলীলা ময়দানে `জন আক্রোশ` সভায় মোদীকে নিশানা রাহুলের।
নিজস্ব প্রতিবেদন: রাজধানীর রামলীলা ময়দানে 'জন আক্রোশ' সভায় লোকসভা ভোটের বাদ্যি বাজিয়ে দিলেন রাহুল গান্ধী। বললেন, ''গুজরাটে প্রত্যাশার চেয়েও ভাল ফল করেছে কংগ্রেস। মধ্যপ্রদেশ, কর্ণাটক, ছত্তীসগঢ়, রাজস্থানেও আমরা জিতব। এরপর ২০১৯ সালের লোকসভা নির্বাচন জিতব। দেশের জন্য আত্মবলিদান দিতে রাজি কংগ্রেস কর্মীরা।''
এদিন নারী সুরক্ষা থেকে কর্মসংস্থান- বিষয় বিষয় ধরে মোদীকে বিঁধেছেন রাহুল গান্ধী। তাঁর কথায়, ''কংগ্রেস ছাড়া কৃষকরা এদেশে বাঁচতে পারতেন না। আমরা বিরোধিতা না করলে কৃষকদের থেকে জমি ছিনিয়ে নিত মোদী সরকার। কৃষিঋণ মকুব নিয়েও উচ্চবাচ্য করছেন না মোদী।'''
কংগ্রেস সভাপতি বলেন,''৪ বছর আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল সরকার, একটাও পূরণ হয়নি। কত কালো টাকা দেশে ফিরেছে? ২ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতিরই বা কী হল?'' রাহুল আরও বলেন, ''গোটা দেশে অসন্তোষের বাতাবরণ তৈরি হয়েছে। অনেকের সঙ্গে কথা বলেছি আমি। মোদী সরকার কে নিয়ে সকলেই অখুশি। যখনই জিজ্ঞেস করেছি, আপনারা কী খুশি? উত্তর এসেছে, না।''
প্রধানমন্ত্রী 'বেটি বাঁচাও, বেটি পড়াও' প্রকল্পের উল্লেখ করে রাহুল গান্ধীর খোঁচা, নারীদের উপরে নির্যাতন করছে বিজেপি নেতারাও।
আরও পড়ুন- সিভিল ইঞ্জিনিয়ারদেরই সিভিল সার্ভিস দেওয়া উচিত, বিতর্কে বিপ্লব দেব