নিজস্ব প্রতিবেদন: 'এপ্রিল ফুল ডে'-তে নরেন্দ্র মোদীকে নিশানা করল কংগ্রেস। তাদের অভিযোগ, ২০১৪ সালের লোকসভা ভোটের প্রচারে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ প্রধানমন্ত্রী। মানুষকে বোকা বানিয়েছেন তিনি। এদিন #HappyJumlaDivas ট্রেন্ডিং করছে টুইটারে। এই হ্যাশট্যগ ব্যবহার করে মোদীকে খোঁচা দিচ্ছেন বিরোধীরা। পাল্টা #PappuDivas প্রচার করে রাহুলকে নিশানা করেছে বিজেপিও।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টুইটারে কংগ্রেসের কটাক্ষ, 'আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা পড়েছে। এখন ব্যালেন্স শূন্য।' এরইসঙ্গে একটি ভিডিও টুইট করেছে তারা। নোট বাতিল থেকে স্মার্ট সিটি জায়গা করে নিয়েছে কংগ্রেসের ভিডিওয়। কর্মসংস্থানের প্রতিশ্রুতিকেও নমো সরকারকে বিঁধেছে তারা। 



কংগ্রেসের পাল্টা পাপ্পু দিবস হ্যাশট্যাগ করে প্রচার চালাচ্ছে বিজেপি। ফলে দুই রাজনৈতিক দলের লড়াইয়ে জমে উঠেছ আপাত নিরীহ 'বোকা দিবস'। 


আরও পড়ুন- ভাগলপুর সংঘর্ষে জেল হেফাজতে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে