নিজস্ব প্রতিবেদন: ব্রিটেনে নতুন ভাবে করোনা সংক্রমণের পরে ভারত সাময়িক ভাবে ব্রিটেনের সঙ্গে উড়ান যোগাযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই নিষেধাজ্ঞা ২২ ডিসেম্বর রাত থেকে কার্যকর হবে। ব্রিটেন থেকে ভারতে উড়ে আসা বিমান সবই আগামী ৩১ ডিসেম্বর রাত পর্যন্ত বন্ধ থাকবে। 


তবে ২২ ডিসেম্বর রাতের আগেই যে সব বিমান ব্রিটেন থেকে যাত্রী  নিয়ে ভারতে নামছে তার যাত্রীদের RT-PCR test বাধ্যতামূলক করা হল।


ব্রিটেনের করোনার নয়া স্ট্রেনের খবর পেয়েই ব্রিটেনের মুখের ওপরে দ্রুত দরজা বন্ধ করে দিয়েছিল বেলজিয়াম। পরিস্থিতির মোকাবিলায় সিল করে দেওয়া হয়েছিল সমস্ত সংশ্লিষ্ট সীমান্ত। ব্রিটেনের সমস্ত বিমান বাতিল করেছে নেদারল্যান্ডসও। একই পরিকল্পনা করছে ইতালি। সব মিলিয়ে ব্রিটেনের সঙ্গে যুক্ত আন্তর্জাতিক উড়ান ব্যবস্থা বিপর্যস্তই হয়ে পড়েছিল। প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে গিয়ে শেষ পর্যন্ত ভারতও ব্রিটেনের সঙ্গে বিমান চলাচল নিয়ন্ত্রণ করার পথেই হাঁটল।


Also Read: ভারতও কি নিষিদ্ধ করবে ব্রিটেনের উড়ান? ব্রিটেনের নয়া স্ট্রেনের করোনাসংক্রমণে আতঙ্কে গোটা বিশ্ব