Coromandel Express Accident: জ্ঞানেশ্বরী-গাইশালের স্মৃতি ফিরিয়ে লাইনচ্যুত করমণ্ডল, ঘটনাস্থলে রেলমন্ত্রী
এই ঘটনায় কারোর নেগলিজেন্স ছিল কিনা সেই প্রসঙ্গে তিনি বলেন যে এনকোয়ারির পরেই সবকিছু জানা যাবে। তিনি জানিয়েছেন এই অনুসন্ধানের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটির কথা রাতেই ঘোষণা করা হয়েছে। পাশপাশি রেল সেফটি কমিশনারও স্বাধীন তদন্ত করবে বলে জানিয়েছেন তিনি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওড়িশায় বালেশ্বরের কাছে লাইনচ্যুত শালিমার- চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস! কোনওমতে রক্ষা পেয়েছে ৩ বগি! আহত বেশ কয়েকজন যাত্রী। দুর্ঘটনা ঘটেছে পানপানা-বাহানাগা স্টেশনের মাঝে। বালেশ্বরের পথে রাজ্যের প্রতিনিধি দল। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ৬০ অ্যাম্বুল্যান্স। হাওড়া থেকে বাতিল একাধিক দুরপাল্লার ট্রেন। বিপাকে যাত্রীরা।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘প্রথম গুরুত্বপূর্ণ কাজ আহতদের চিকিৎসা করা’। বিরোধীদের আক্রমণের প্রশ্নে তিনি বলেন, ‘আমি অনুরধ করব প্রথমেই আগে আহতদের চিকিৎসা করা হোক’। তিনি আরও বলেন, ‘দ্রুত রিস্টোরেশনের কাজ শুরু হবে। ইতিমধ্যেই যত মেশিন রয়েছে সেইগুলি কাজ শুরু করেছে। এনকোয়ারির জানা যাবে কী হয়েছিল’।
এই ঘটনায় কারোর নেগলিজেন্স ছিল কিনা সেই প্রসঙ্গে তিনি বলেন যে এনকোয়ারির পরেই সবকিছু জানা যাবে। তিনি জানিয়েছেন এই অনুসন্ধানের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটির কথা রাতেই ঘোষণা করা হয়েছে। পাশপাশি রেল সেফটি কমিশনারও স্বাধীন তদন্ত করবে বলে জানিয়েছেন তিনি।
এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা এখনও পর্যন্ত ২৩৮ বলে জানানো হয়েছে পাশপাশি আহত ৬৫০ জনের বেশি।
দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে এ রাজ্যের বহু যাত্রী। মালদা, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক জেলার বাসিন্দা ছিলেন ট্রেনে। বাড়িতে উদ্বিগ্ন পরিজনরা। ওড়িশায় পৌঁছে গিয়েছেন রাজ্যের প্রতিনিধিরা। দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন দোলা সেন, মানস ভুঁইঞা। গেলেন সুকান্ত মজুমদার। হাসপাতালে তাঁরা কথা বলেন আহতদের সঙ্গে।