নিজস্ব প্রতিবেদন: করোনাকে সঙ্গে নিয়েই ভবিষ্যতে বাঁচতে হবে। এরকমই বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু করোনা  ভয় দিয়ে কি আর পেটকে বোঝানো সম্ভব? খিদে কি আর বাধ মানে! তাই উত্তর প্রদেশের ফিরে আসা প্রায় ৩০ লক্ষ পরিযায়ী শ্রমিকের কিছু অংশ ফের ফিরে যাচ্ছেন কাজের খোঁজে। ফের চলেছেন পরিযায়ী হতে।
উত্তর প্রদেশের দেবরিয়া বাস স্ট্যান্ড থেকে ৫০ কিলোমিটার দূরে গোরক্ষপুর স্টেশন। গোরক্ষপুর থেকেই মুম্বই, গুজরাট এবং অন্যান্য জায়গা যাওয়ার ট্রেন মেলে। এই দেবরিয়া বাস স্ট্যান্ডে দেখতে মিলল ফের পরিযায়ী হতে চলা কয়েকজন শ্রমিককে।
কেউ মুম্বইতে কাজ করতেন তো কেউ কলকাতায়। তাঁদের মধ্যে একজন সংবাদ মাধ্যমকে বলেছেন, "করোনা খিদের থেকে ভাল।"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: এক দিনে সব রেকর্ড ভেঙে দিল করোনা, আক্রান্তের গ্রাফ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতে


যে কোম্পানিতে কাজ করতেন সেটা পুনরায় খোলেনি তবু যদি অন্য কোনও কোম্পানিতে কাজ মেলে সেই আশায়ও ফের ঘরছাড়া হচ্ছেন কয়েক জন।
সব মিলিয়ে পেটের দায়ে করোনার সঙ্গে দাঁতে দাঁত চেপে যে লড়াই করতেই হবে তা বুঝে গিয়েছেন তাঁরা। ঘরে বসে তো আর কাজ মিলছে না। তাই করোনা যুদ্ধে নেমে পড়লেন তাঁরাও। লকডাউনে হাজার হাজার পরিযায়ী শ্রমিকের হেঁটে ফিরে আসা দেখেছে এ দেশ। পথেই প্রাণ হারিয়েছেন বহু শ্রমিক। তবে লড়াইটা এখনও শেষ হয়নি। নতুন করে মাথা তুলে দাঁড়ানোর লড়াইয়ে ফের সামিল হলেন তাঁরা।