নিজস্ব প্রতিবেদন: দেশের করোনা হটস্পটে ভিলওয়ারা মডেলে চালু করতে পারে কেন্দ্র? করোনা মোকাবিলায় ভিলওয়ারা মডেলের সাফল্যের কথা স্বীকার করেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিব রাজীব গৌবা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজস্থানের ছোট্ট এই শহরে করোনা মোকাবিলার কথা বললেই বোঝা যাবে গোটা বিষয়টা। গত ২০ মার্চ পর্যন্ত ভিলওয়ারায় এত করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যাচ্ছিল যে কোনও কোনও মহলে এই শহরকে চিনের উহানের সঙ্গেও তুলনা করা হচ্ছিল।


আরও পড়ুন-‘মাস্ক পরেন না কেন? বয়স হয়েছে আপনার’, মমতার ‘শাসনে’ আপ্লুত বিমান বসু


এখনও পর্যন্ত ভিলওয়ারায় ২৭ জনের কোভিড-১৯ ধরা পড়েছে। মৃতের সংখ্যা ২। আক্রান্তের মধ্যে ১৩ জন সুস্থ্য  হয়েও উঠছেন। কীভাবে সংক্রমণ রুখে দেওয়া সম্ভব হল? ভিলওয়ারারা জেলাশাসক রাজেন্দ্র ভাট সংবাদমাধ্যমে জানিয়েছেন, ২০ মার্চ পর্যন্ত শহরে কোভিড ১৯ পজিটিভের সংখ্যা ছিল ২৭। এদের মধ্যে ৮ জনে লালারসের পরীক্ষায় শেষপর্যন্ত নেগেটিভ আসে। ১৩ জন সুস্থ্য হয়ে যান।


রাজেন্দ্র ভাট জানিয়েছেন, করোনা পজিটিভের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গেই জেলা কার্ফু জারি করা হয়। জেলার সীমান্ত সিল করে দেওয়া হয়। এবার শহর ও গ্রামে চলে ব্যাপক পরীক্ষা। কোথায় কে অসুস্থ খুঁজে বের করা হয়। চালানো হয় ডের টু ডোর ক্যাম্পেইন। এর জন্য ১৯৩৭টি টিম তৈরির করা হয়য়েছিল। ২২ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ৪.৪১ লাখ ঘরে সার্ভে করে ফেলা হয়।


আরও পড়ুন-বাজারে গেলে সবাই যেন মাস্ক পরে, করোনা মোকাবিলায় মমতাকে পরামর্শ অভিজিত্ বন্দ্যোপাধ্যায়ের


ভিলওয়ারার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা মুস্তাক খান বলেন, আমরা ১৪০০ মানুষকে চিহ্নিত করেছিলাম। তাদের মধ্যে ইনফ্লুয়েঞ্জার উপসর্গ ছিল। এদের ওপরে নজর রেখেছিল আমাদের মেডিক্যাল টিম। এভাবে বাররার পরীক্ষা করে তারা কোভিড-১৯ পজিটিভ কিনা তা নিশ্চিত করা হয়।