নিজস্ব প্রতিবেদন: দিল্লিতে করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। প্রধানমন্ত্রীর পরামর্শ মতো রবিবার দিল্লির উপ-রাজ্যপাল অনিল বাইজাল, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল-সহ বেশ কয়েকজন আমালার সঙ্গে বৈঠকে বসেছিলেন অমিত শাহ। সেই বৈঠক ফলপ্রসু হয়েছে বলে জানিয়েছেন কেজরি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-আরও খারাপে পৌঁছবে দিল্লি, আশঙ্কায় হাসপাতাল ছেড়ে আগাম ২০ হাজার বেডের ব্যবস্থা হোটেলে



দিল্লিতে ইতিমধ্যেই করোনা আক্রান্ত ৩৮,০০০ মানুষ। রাজ্যে সরকারের দাবি, জুলাইয়ের শেষদিকে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হবে সাড়ে পাঁচ লাখ। এসব কথা মাথায় রেখে দিল্লির করোনা মোকাবিলায় ৭ দাওয়াই দিয়েছেন অমিত শাহ।


কী সেইসব পদক্ষেপ


# দিল্লি সরকারকে দেওয়া হবে রেলের ৫০০ কোচ। এইসব কোচে ৮০০০ বেডের ব্যবস্থা থাকবে। পাশাপাশি সেখানে করোনা চিকিত্সার সব ব্যবস্থাই রাখা হবে।


# আগামী ২ দিনে করোনা পরীক্ষার সংখ্যা দ্বিগুণ ও পরবর্তি ৬ দিনে তা তিনগুণ করা হবে।


# দিল্লির কনটেনমেন্ট জোনে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হবে।


# ১০টি রেল কোচ ইতিমধ্যেই দিল্লির শাকুরবস্তিতে রাখা হয়েছে।


# অক্সিজেন সিলিন্ডার, ভেন্টিলেটর, পালস অক্সিমিটারের মতো সরঞ্জাম দেবে কেন্দ্র সরকার।


# কেন্দ্রের ৫ আধিকারিক দিল্লির করোনা মোকাবিলায় সহায়তা করবেন।


# দিল্লির করোনা মোকাবিলায় সাহায্য করবে স্কাউট, এনসিসি, এনএসএস ও এনজিওরা।