নিজস্ব প্রতিবেদন: লক্ষ্য রাজ্যের বয়স্ক ও অন্যভাবে সক্ষম মানুষজন। করোনাভাইরাসের সংক্রমণের কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ওড়িশা সরকার।
  
ফোন করলেই বয়স্ক মানুষজনের সাহায্যে এগিয়ে আসবেন রাজ্যের ব্যাঙ্ক ও পোস্ট অফিসের কর্মীরা। ফোন করেই ওই দুই জায়গা থেকে টাকা তুলতে পারবেন তাঁরা। ঘরে এসে সেই টাকা পৌঁছে দেবেন ব্যাঙ্ক ও পোস্ট অফিস কর্মীরা। এমনই সিদ্ধান্ত নিয়েছে নবীন পট্টনায়ক সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-করোনাকে হাতিয়ার করে লোক ঠকানোর ব্যবসা! ভুয়ো পরীক্ষার নামে মানুষের কাছ থেকে টাকা লুট


করোনা  সংক্রমণের কথা মাথায় রেখে রাজ্যের বয়স্ক মানুষদের ঘরেই থাকতে বলা হয়েছে। এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে সোমবার। তার পরেই রাজ্যের অর্থ দফতর থেকে এক নির্দেশিকায় বলা হয়, রাজ্যের বয়স্ক ও অন্যভাবে সক্ষম মানুষজনের কাছে পৌঁছে যাবেন ব্যাঙ্ক ও পোস্ট অফিস কর্মীরা। ফোনে তাঁদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরই পৌঁছে দেবেন টাকা।


আরও পড়ুন-মুখ গোরুর মতো; রয়েছে ৪টি ডানা, অদ্ভূত জীব ভেসে এল সৈকতে


উল্লেখ্য, এর আগে ভুবনেশ্বর মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রথমে তাদের কর্মীদের বয়স্ক মানুষদের পরিষেবা দেওয়ার জন্য কাজে লাগিয়েছিল।  বয়স্ক মানুষজনের খাবার ও ওষুধের প্রয়োজন হলে তাদের সেইসব জিনিস পৌঁছে দিতে শুরু করেন। বিষয়টি নজর কাড়ে সরকারের। তার পরেই এই নতুন সিদ্ধান্ত নিল সরকার।


অন্যদিকে, রাজ্যের আর্থিক সংস্থাগুলিকে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে ৩১ অগাস্ট পর্যন্ত।