ভয়ঙ্কর পরিস্থিতি; মহারাষ্ট্রে জারি নাইট কার্ফু, সপ্তাহান্তে Lockdown, ঘরে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা
যিনি ভ্যাকসিন নিয়েছেন তিনিই একমাত্র সরকারি অফিসে ঢুকতে পারবেন
নিজস্ব প্রতিবেদন: শনিবার মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৫০,০০০ কাছাকাছি। আরও গুরুত্বপূর্ণ তথ্য হল এদিন দেশে করোনা আক্রান্তের ৬০ শতাংশই উদ্ধব ঠাকরের রাজ্যের। আতঙ্কে ফের রাজ্য ছাড়তে শুধু করেছেন ভিন রাজ্যের শ্রমিকরা। এরকম এক পরিস্থিতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা।
আরও পড়ুন-প্রার্থীবদলেও ভাগ্যে শিকে ছিঁড়ল না, বীরভূমে দল ছাড়লেন TMC-র জেলা সহ-সভাপতি
রাজ্যে লাফিয়ে বাড়তে থাকা করোনা সংক্রমণ রুখতে সোমবার থেকে এমাসের শেষ পর্যন্ত জারি হচ্ছে নাইট কার্ফু(Nighta Curfew)। সপ্তাহের শেষে শুক্রবার রাতে থেকে সোমবার সকাল পর্যন্ত জারি হবে লকডাউন(Lockdown)। নাইট কার্ফু জারি হবে সন্ধে ৮ টা থেকে সকাল ৭টা পর্যন্ত। এছাড়াও ৫ জনের বেশি জমায়েতে জারি হচ্ছে নিষেধাজ্ঞা। মল, রেস্টুরেন্ট, ধর্মীয় স্থান বন্ধ থাকবে। চালু থাকবে হোম ডেলিভারিও অত্যাবশ্যকীয় পরিষেবা। পরিবহন চালু থাকবে পঞ্চাশ শতাংশ। দিনভর জারি থাকবে ১৪৪ ধারা।
আরও পড়ুন-নন্দীগ্রামে ভোট-পরবর্তী হিংসা, একাধিক বাড়িতে 'ভাঙচুর', গ্রেফতার ১৪
উল্লেখ্য, শুক্রবার মহরাষ্ট্রে করোনা(Covid-19) আক্রান্ত হয়েছিলেন ৪৮,০০০ জন। রবিবার শুধুমাত্র মুম্বইয়েই(Mumbai) আক্রান্ত ১১,০০০। মুম্বইয়ের পাশাপাশি পুনেতেও লাফিয়ে বাড়ছে সংক্রমণ। শুক্রবার জেলা প্রশাসন ১২ ঘণ্টার লাইট কার্ফু ঘোষণা করে। পাশাপাশি শপিং মল, ধর্মীয় প্রতিষ্ঠান, হোটেল, বার এক সপ্তাহের জন্য বন্ধ করে দেয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, দেশের সবচেয়ে বেশি আক্রান্ত ১০ জেলার মধ্যে মহারাষ্ট্রই রয়েছে ৮ জেলা।
এছাড়াও
শিল্প কারখানা ও বাজার খোলা থাকবে করোনা বিধি মেনে।
ব্যাঙ্কিং ও ইনস্যুরেন্স সেক্টর ছাড়া সব বেসরকারি ক্ষেত্র বন্ধ থাকবে।
সরকারি অফিস চলবে ৫০ শতাংশ কর্মী নিয়ে।
যিনি ভ্যাকসিন নিয়েছেন তিনিই একমাত্র সরকারি অফিসে ঢুকতে পারবেন।
বিয়ের অনুষ্ঠানে ৫০ জন ও শেষকৃত্যে ২০ জনের বেশি থাকবে পারবে না।
রাজনৈতিক কর্মসূচি চলবে না।