‘গ্রামাঞ্চলে যেন ভয়ঙ্কর আকার নিতে না পারে করোনা, এটাই এখন বড় চ্যালেঞ্জ’
দেশের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে টানা বৈঠক চলছে। ওই বৈঠক রাত পর্যন্ত চলতে পারে
নিজস্ব প্রতিবেদন: প্রাণঘাতী করোনাভাইরাস গ্রামাঞ্চলে যেন ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে তা দেখার জন্য মুখ্যমন্ত্রীদের আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
লকডাউন, দেশের আর্থিক পরিস্থিতি-সহ একাধিক বিষয় নিয়ে দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি ওই কথা বলেন। এমনটাই সূত্রের খবর।
আরও পড়ুন-ছবি: কাটপাড়ি থেকে ছাড়ল প্রথম ট্রেন, ভেলোর থেকে ঘরে ফিরছেন রোগী-পরিজনেরা
করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশের প্রতিটি রাজ্যের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তারপরেই বলেন, এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হল করোনা যেন গ্রামাঞ্চলে ছাড়িয়ে না পড়ে। এটাই এখন দেখতে হবে।
দেশের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে টানা বৈঠক চলছে। ওই বৈঠক রাত সাড়ে নটা পর্যন্ত চলতে পারে। সন্ধে ৬টায় আধ ঘণ্টার বিরতি নিতে পারেন মোদী।
আরও পড়ুন-সোশ্যাল ডিসটেন্সের বালাই! মিডিল বার্থেও যাত্রী নেবে রেল
উল্লেখ্য, বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের দুরাবস্থা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। তাদের নিজেদের রাজ্যে পৌঁছে দেওয়ার জন্যে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে কেন্দ্র। এনিয়েও আলোচনা হতে পারে। এর আগে ৫ বার প্রধানমন্ত্রী ভিডিয়ো বৈঠক করেছেন। তখন সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা বলার সুযোগ পাননি। এবার তাঁরা পাবেন। ফলে বৈঠক দীর্ঘ হতে পারে।