নিজস্ব প্রতিবেদন: করোনার হাত যে অনেকটা লম্বা, তা যত দিন যাচ্ছে আরও স্পষ্ট হয়ে উঠছে। এবার এভারেস্টেও পৌঁছে গেল ওই ন্যানো মিটারের ভাইরাসটি।  
বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট, সেই পর্যন্ত কী করে গেল করোনা? জানা যাচ্ছে,  এক পর্বতারোহীর শরীরে পাওয়া গিয়েছে করোনা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পর্যটনের উপর নির্ভর করে থাকা নেপালে ভয়াবহ করোনা সংক্রমণের মধ্যেও  পর্বতারোহীদের এভারেস্টে যাওয়ার অনুমতি ছিল। হঠাৎই, এক পর্বতারোহী অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হেলিকপ্টার  করে নেপালের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার কোভিড পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট পজেটিভ আসে। 


আরও পড়ুন: মায়ের শেষকৃত্য করে ঘণ্টা খানেকের মধ্যে রোগীর প্রাণ বাঁচাতে ছুটে এলেন ডাক্তার


ওই পর্বতারোহীর শ্বাসকষ্ট শুরু হয়। প্রাথমিকভাবে মনে করা হয়, হাই-অল্টিটিউড পুলমোনারি ইডিমা হচ্ছে তাঁর। এরপর বেস ক্যাম্পে একাধিক পর্বতারোহীর করোনা পরীক্ষা করা হয়। সেখানে প্রায় অর্ধেকের পর্বতারোহীর রিপোর্ট পজেটিভ আসে। 


আরও পড়ুন: 'Oxygen না পেয়ে মৃত ২৫, আর হয়ত চালান যাবে ২ ঘণ্টা', জানাল দিল্লির গঙ্গারাম হাসপাতাল
শেরপাদের কথায়,  বেস ক্যাম্পে সবকিছুই স্বাভাবিক রয়েছে। করোনা সংক্রমণের কোনও আশঙ্কাও নেই। তবে বিদেশ থেকে আসা পর্বতারোহীদের নিয়ে চিন্তার কারণ হয়ে উঠছে। করোনার জন্য যে যে উপসর্গ দেখা দিচ্ছে, তা পর্বতারোহীদের মধ্যে খুবই সাধারণ বিষয়। তাই, কিক্ষু ক্ষেত্রে কে করোনা আক্রান্ত আর কে নয় তা বোঝা মুশকিল হয়ে উঠছে।