নিজস্ব প্রতিবেদন: দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপট কমলেও তৃতীয় ঢেউয়ের সতর্কবার্তা রয়েছে৷ উত্তর পূর্ব ভারত-সহ বেশ কিছু রাজ্যে ফের বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা৷ এই প্রেক্ষাপটে রাজ্যগুলিকে আগাম সতর্কতা নেওয়ার আর্জি জানালেন প্রধানমন্ত্রী৷ দিলেন চার পন্থা৷ 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টেস্ট, ট্র‍্যাক, ট্রিট এবং টিকা এই চার নীতিতে করোনা রোখার কাজ শুরুর নির্দেশ দিয়েছেন মোদী। যেভাবে বেশ কিছু রাজ্যে মাথা চাড়া দিয়েছে কোভিড আক্রান্তের সংখ্যা, সেখানেই এই নিয়মেই আগামী দিনে চলার কথা জানিয়েছেন নমো। 


এদিন, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ওড়িশা, মহারাষ্ট্র এবং কেরলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। গত কয়েক সপ্তাহ ধরে এই কয়েকটি রাজ্যে সংক্রমণ হার, অ্যাকটিভ সংখ্যা, আক্রান্তের সংখ্যা ফের উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে৷ 


আরও পড়ুন, অর্থনীতির ছাত্র থেকে ভারতের পুলিৎজার জয়ী চিত্রসাংবাদিক! এক নজরে Danish-জীবনী


কেরল এবং মহারাষ্ট্রের কোভিড পরিস্থিতি নিয়ে বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছেন মোদী। তিনি বলেন যে রাজ্যগুলিতে যেভাবে অতিমারি সৃষ্টিকারী ভাইরাস ছড়িয়ে পড়ছে তা তৃতীয় ঢেউয়ের আশঙ্কা তৈরি করছে৷ তাই আগাম কিছু সতর্কতা নিতে হবে এখন থেকেই। 


এই প্রেক্ষিতেই চার পন্থার কথা বলেন প্রধানমন্ত্রী৷ করোনা পরীক্ষা করে (টেস্ট) তা নির্দিষ্ট করা (ট্র‍্যাক) এবং চিকিৎসা শুরু করে (ট্রিট) টিকা দেওয়াকেই প্রাধান্য দিয়েছেন তিনি। এছাড়াও মাইক্রোকনটেন্টমেন্ট জোন করার দিকেও নজর দিতে বলেছেন প্রধানমন্ত্রী৷ 


ইতিমধ্যেই ২৩ হাজার কোটির একটি কোভিড রিলিফ প্যাকেজ ঘোষণা করেছে মোদী সরকার৷ তৃতীয় ঢেউয়ের আগে হাসপাতালগুলিতে ইনটেনসিভ কেয়ার ইউনিট তৈরি, করোনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হবে এই অর্থ।