Atul Subhash Suicide Case | Bengaluru Techie Death: জামিন পেতে স্ত্রী`র অস্ত্র ছেলে! বড় অভিযোগ মৃত অতুল সুভাষের আইনজীবীর...
Atul Subhash Suicide Case | Bengaluru Techie Death: কিন্তু এবার বেঙ্গালুরু আত্মঘাতী ইঞ্জিনিয়ার আতুল সুভাষের পরিবার ইতিমধ্যেই অভিযোগ করেছে যে, নাতিকে তাঁরা খুঁজে পাচ্ছেন না। তার কাস্টডি চেয়ে পুলিস তো বটেই, সুপ্রিমকোর্টেরও দ্বারস্থ হয়েছেন তাঁরা। অতুলেরও ৪ বছরের ছেলে এখন এই মুহূর্তে কোথায় সেই বিষয়ে এখনও বড় ধোঁয়াশা রয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্ত্রী ও স্ত্রীর আত্মীয়দের নির্যাতনে মাত্র ৩৪ বছরেই চরম সিদ্ধান্ত নিয়েছিলেন উত্তর প্রদেশের বাসিন্দা অতুল সুভাষ। লিখে ছিলেন ২৪ পাতার সুইসাইড নোট। যার মধ্যে ৪পাতা হাতে লেখা এবং বাকি ২০ পাতা টাইপ করা। অতুলের কাহিনী শুনে শিউরে ওঠে গোটা দেশ। দেশজুড়ে সেই সময় ১০ ডিসেম্বর বধূ নির্যাতনের একটি মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানায়, বিবাহিত সম্পর্কে কোনও সমস্যা হলেই ব্যক্তিগত শত্রুতা বা আক্রোশ মেটাতে বধূ নির্যাতন বিরোধী আইনের ৪৯৮-এ ধারা-কে ঢাল হিসেবে ব্যবহার করা যাবে না। এবার এই ঘটনায় রবিবার গ্রেফতার করা হল অতুলের প্রাক্তন স্ত্রী নিকিতা, শাশুড়ি নিশা এবং শ্যালক অনুরাগ সিংহানিয়াকে।
আরও পড়ুন: RBI : বড় বদল করছে নিয়মে, অনলাইনে টাকা দেওয়া-নেওয়ার আগে জেনে নিন...
কিন্তু এবার বেঙ্গালুরু আত্মঘাতী ইঞ্জিনিয়ার আতুল সুভাষের পরিবার ইতিমধ্যেই অভিযোগ করেছে যে, নাতিকে তাঁরা খুঁজে পাচ্ছেন না। তার কাস্টডি চেয়ে পুলিস তো বটেই, সুপ্রিমকোর্টেরও দ্বারস্থ হয়েছেন তাঁরা। অতুলেরও ৪ বছরের ছেলে এখন এই মুহূর্তে কোথায় সেই বিষয়ে এখনও বড় ধোঁয়াশা রয়েছে। মৃত ইঞ্জিনিয়ারের পরিবার আগেই দাবি করেছিল, ৪ বছরের নাতির মধ্যে নিকিতাদের পরিবার তাঁদের ছেলেকেই দেখতে পায়।
এইমত পরিস্থিতির মধ্যে অতুলের আইনজীবী দাবি করেছেন, নিকিতা নিজের ছেলেকে ব্যবহার করেছেন। আদালতে নাটক করছেন! আগামী ৪ জানুয়ারি এই জামিন মামলার শুনানি রয়েছে বেঙ্গালুরুর আদালতে। তার আগে নিকিতার বিরুদ্ধে এমন অভিযোগ তুলেই জামিনের বিরোধিতা করেছেন অতুল সুভাষের আইনজীবী।