ওয়েব ডেস্ক : 'মন কি বাত'-এ কালো টাকা ইস্যুতে ফের একবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কালো টাকার বিরুদ্ধে লড়াইকে আরও জোরদার করতে দেশের মানুষকে আহ্বান জানান প্রধানমন্ত্রী। সেইসঙ্গে এও জানান, কালো টাকা মোকাবিলা করতে তাঁর 'পরবর্তী পদক্ষেপ' তৈরি। পাশাপাশি দেশের মানুষকে আরও বেশি করে ক্যাশলেস ইকোনমিতে উত্সাহ দেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রধানমন্ত্রী বলেন, "এক নতুন ভারত তৈরি হবে। দেশের ১২৫ কোটি মানুষ মিলে তৈরি করবে এই নয়া ভারত। যেখানে কোনও দুর্নীতি থাকবে না।" আরও বলেন, "এই দুর্নীতি রুখতে সবচেয়ে বেশি সাহায্য করবে নগদহীন লেনদেন। দৈনন্দিন জীবনে আমাদের তাই আরও বেশি ক্যাশলেস ইকোনমিতে অভ্যস্ত হতে হবে। স্কুলের ফি থেকে ওষুধ কেনা, ট্রেন ও বাসের টিকিট সবকিছুই হোক ডিজিটাল।"


বাজেটে ২৫০০ কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 'মন কি বাত'-এ মোদী বলেন, "দেশের ১২৫ কোটি মানুষ যদি একজোট হয়, তাহলে লক্ষ্যপূরণে একবছর লাগবে না। ৬ মাসেই তা সম্ভব হবে।" বিগত কয়েক মাসেই দেশের মানুষ অধিকমাত্রায় 'ডিজিধন' হয়ে উঠেছে বলে প্রশংসাও করেন প্রধানমন্ত্রী।


আরও পড়ুন, দেশের ৫০০ রেল স্টেশনে মিলতে চলেছে এই সুবিধা!