নিজস্ব প্রতিবেদন: করোনা টিকার শেষ পর্যায়ের ট্রায়াল চলছে। ভারতেও তিনটি ভ্যাকসিনের ট্রায়াল চলছে। 
ভ্যাকসিন না হয় চলে এল। এ বার তো আরও বড় কাজ। কী ভাবে তা দেওয়া হবে দেশবাসীকে? এটা একটা বড় পরিকল্পনা দাবি করে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভ্যাকসিন উৎপাদন হলে তা আগে কারা পাবেন, তা নিয়ে একটা পরিকল্পনা অবশ্য করা আছে। পুলিশ, স্বাস্থ্যকর্মী যাঁরা সামনে থেকে কোভিড লড়াইয়ে অংশগ্রহণ করছেন, তাঁদেরই আগে পাওয়ার কথা এই ভ্যাকসিন।


কী ভাবে টিকা দেওয়া হবে?


জানা গিয়েছে, ডিজিটাল প্লাটফর্মেই সম্পাদিত হবে গোটা প্রক্রিয়া। টিকাকরণের আগে পরিষেবাপ্রাপকদের কাছে পৌঁছে যাবে এসএমএস। সেখানে টিকাকরণের সময় এবং স্থান সংক্রান্ত যাবতীয় জরুরি তথ্যের উল্লেখ থাকবে। প্রাথমিক ভাবে টিকাকরণের স্থান হিসেবে স্কুলগুলিকেই বেছে নেওয়া হবে বলে খবর।


সরকারি সূত্রের তরফে খবর, 'নীচের স্তর থেকেই কোভিড-১৯ এর টিকা বণ্টন শুরু হবে। জেলার স্বাস্থ্যকেন্দ্র, জেলা হাসপাতাল কিংবা নির্বাচনী বুথগুলিকে ব্যবহার করা হবে। স্কুলের কথাও ভেবে রাখা হয়েছে।'


আরও পড়ুন: অধর্মের বিনাশ হোক, দেশবাসীকে দশেরার শুভেচ্ছা মোদী-কোবিন্দ-শাহ-রাজনাথের